বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২


বিশ্বকাপের আগে ভারত, বাংলাদেশ ও অন্য দলের ম্যাচ আছে কয়টি?

খেলা ডেস্ক

প্রকাশিত:১০ ডিসেম্বর ২০২৫, ২১:২৬

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী বছর ফেব্রুয়ারিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখনো প্রায় দুই মাস বাকি। ২০ দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতা মাঠে গড়াবে ৭ ফেব্রুয়ারি। এর মাঝে ১২টি পূর্ণ সদস্য দলগুলোর বেশ কিছু দলের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি নেই। এই সময়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলবে ভারত।

আফগানিস্তান: বিশ্বকাপের আগে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি নেই। তারা সবশেষ ২০ ওভারের সংস্করণে খেলেছে গত ১১ নভেম্বর কাতারের বিপক্ষে।

অস্ট্রেলিয়া: ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও এই সময়ে কোনো টি-টোয়েন্টি খেলবে না। সবশেষ তারা এই ফরম্যাটে ভারতের সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ খেলেছে। তারা হেরেছে ২-১ এ।

বাংলাদেশ: বিশ্বকাপের আগে কোনো টি-টোয়েন্টি নেই বাংলাদেশের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলেই প্রস্তুত হতে হবে তাদের। বিশ্বকাপের আগে তাদের শেষ টি-টোয়েন্টি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। তিন ম্যাচের সিরিজটি বাংলাদেশ ২-১ এ জিতেছিল।

ইংল্যান্ড: বিশ্বকাপের আগে ইংল্যান্ড শেষবার টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে তারা এশিয়ার দেশটিতে তিনটি ম্যাচের সিরিজ খেলবে।

ভারত: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ চলছে ভারতের। প্রথম ম্যাচে তারা জিতেছে ১০১ রানে। আরও চার ম্যাচ খেলবে তারা প্রোটিয়াদের সঙ্গে। তারপর জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ।

আয়ারল্যান্ড: বাংলাদেশ সিরিজেই তারা শেষ টি-টোয়েন্টি খেলেছে বিশ্বকাপের আগে। তাদেরও কোনো ম্যাচ নেই।

নিউজিল্যান্ড: ভারত সফরেই নিউজিল্যান্ড বিশ্বকাপের শেষ প্রস্তুতি নিবে। জানুয়ারিতে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে কিউইরা।

পাকিস্তান: বিশ্বকাপের আগে পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার মাটিতে। সাবেক চ্যাম্পিয়নরা তিন ম্যাচ খেলবে এই সিরিজে।

দক্ষিণ আফ্রিকা: ভারতের পর সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলবে দক্ষিণ আফ্রিকা। চলমান ভারত সিরিজের চার ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিনটি টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়ারা। সিরিজটি হবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে।

শ্রীলঙ্কা: বিশ্বকাপের আগে ছয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। দুটিই হোম সিরিজ। পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি রয়েছে তাদের।

ওয়েস্ট ইন্ডিজ: দক্ষিণ আফ্রিকার সঙ্গে শেষ বিশ্বকাপ প্রস্তুতি নিবে ওয়েস্ট ইন্ডিজ। জানুয়ারি-ফেব্রুয়ারিতে হোম সিরিজে তারা তিন ম্যাচ খেলবে।

জিম্বাবুয়ে: কোনো প্রস্তুতি ছাড়াই তৈরি থাকতে হবে জিম্বাবুয়েকেশেষ টি-টোয়েন্টি তারা খেলেছে পাকিস্তানের মাটিতেত্রিদেশীয় সিরিজে তাদের অন্য প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৫:০৭ ভোর
যোহর ১১:৫১ দুপুর
আছর ৩: ৩৬ বিকেল
মাগরিব ৫:১৫ সন্ধ্যা
এশা ০৬: ৩৩ রাত

বুধবার ১০ ডিসেম্বর ২০২৫