রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২


এক হাতে ‘ক্যাচ’ ধরে কোটিপতি দর্শক

খেলা ডেস্ক

প্রকাশিত:২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪

ফাইল ছবি

ফাইল ছবি

নিউল্যান্ডসে ডারবান সুপার জায়ান্টস ও এমআই কেপটাউনের মধ্যকার এসএ টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে রানের বন্যা বয়েছে। দুই দল ৪৪৯ রান করেছে- ছিল ২৫ ছয় ও ৪০ চার। রায়ান রিকেলটনের ঝোড়ো ইনিংসে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল কেপটাউন, কিন্তু হেরে গেছে ১৫ রানে।

কেপটাউনের ভেন্যুতে ডারবানের দল রেকর্ড ২৩২ রান করে ৫ উইকেট হারিয়ে। জবাবে ৭ উইকেটে ২১৭ রানে থামে কেপটাউন। রিকেলটন ৬৫ বলে ১১৩ রান করেন।

রিকেলটনের ইনিংসে ছিল ১১ ছয় ও পাঁচ চার। এর মধ্যে একটি ছয় এক দর্শকের ভাগ্য বদলে দিয়েছে। ১৩তম ওভারের চতুর্থ বলে তার বিধ্বংসী শটে গ্যালারিতে এক হাতে ক্যাচ ধরেন ওই দর্শক। যা তাকে ২০ লাখ র‌্যান্ডের মালিক বানিয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৪৬ লাখ টাকার বেশি। এসএ ২০ প্রতিযোগিতার অংশ হিসেবে একটি পরিষ্কার এক হাতের ক্যাচ ধরলে এই পরিমাণ অর্থ পান দর্শক।

ডারবানের রান পাহাড় গড়তে ৬৪ রানের সেরা ইনিংস খেলেন ডেভন কনওয়ে। নিউজিল্যান্ড তারকা ৩৩ বলে ৭ চার ও ২ ছয়ে এই ইনিংস গড়েন। এছাড়া এইডেন মারক্রামের ১৭ বলে ৩৫ ও ইভান জোন্সের ১৪ বলে ৩৩ রান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:১১ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৩:৩৮ বিকেল
মাগরিব ০৫:১৭ সন্ধ্যা
এশা ০৬:৩৪ রাত

রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫