বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২


টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তানের দল ঘোষণা

খেলা ডেস্ক

প্রকাশিত:৩১ ডিসেম্বর ২০২৫, ১৬:০৩

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি–টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করেছে আফগানিস্তান।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১৯–২২ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান।

বিশ্বকাপ ও সিরিজ- দুই আসরেই আফগানিস্তানের নেতৃত্বে থাকছেন রশিদ খান। দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইব এবং কাঁধের চোট কাটিয়ে ফেরা ডানহাতি পেসার নাভিন উল হক। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের সুবাদে জায়গা ধরে রেখেছেন বাঁহাতি মিডল-অর্ডার ব্যাটার শাহিদুল্লাহ কামাল ও উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ ইসহাক। তরুণ পেসার আবদুল্লাহ আহমদজাইকেও রাখা হয়েছে মূল দলে।

চোটের কারণে বাংলাদেশ সিরিজে না খেললেও জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি–টোয়েন্টিতে অংশ নেওয়া ফজলহক ফারুকী এবার ১৫ সদস্যের দলে ফিরেছেন। আর মুজিব উর রহমানের অন্তর্ভুক্তির ফলে তরুণ স্পিনার এএম গজনফারকে রাখা হয়েছে রিজার্ভ তালিকায়। রিজার্ভে আরও আছেন ইজাজ আহমদজাই ও তরুণ পেসার জিয়াউর রহমান শরিফি।

এসিবি’র প্রধান নির্বাহী নাসিব খান বলেন, “আগের টি–টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের পারফরম্যান্স ছিল দারুণ। এবার এশিয়ার কন্ডিশনে আরও ভালো কিছুর আশায় আছি। বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি আমাদের কম্বিনেশন ঝালিয়ে নেওয়ার বড় সুযোগ।”

প্রধান নির্বাচক আহমদ শাহ সুলেমানখিল জানান, “গুলবাদিন নাইব বড় ম্যাচের খেলোয়াড়, তার ফেরা দলকে শক্তিশালী করেছে। নাভিন উল হকের প্রত্যাবর্তনে পেস আক্রমণ আরও সমৃদ্ধ হয়েছে। মুজিবকে দলে আনতে গিয়ে গজনফারকে বাইরে রাখতে হয়েছে- এটি সহজ সিদ্ধান্ত ছিল না। শাহিদুল্লাহ কামালের বাঁহাতি ব্যাটিং বড় টুর্নামেন্টে আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ আফগানিস্তান খেলবে গ্রুপ ডিতে, যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে রশিদ খানের দল।

আফগানিস্তান স্কোয়াড (ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬):
রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), মোহাম্মদ ইসহাক (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, দরবিশ রসুলি, শাহিদুল্লাহ কামাল, আজমতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, নূর আহমদ, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজলহক ফারুকী ও আবদুল্লাহ আহমদজাই।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:১১ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৩:৩৮ বিকেল
মাগরিব ০৫:১৭ সন্ধ্যা
এশা ০৬:৩৪ রাত

বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫