শনিবার, ৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২
ছবি : সংগৃহীত
পুরোনো পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে ১৫ বছরের চুক্তির মেয়াদ ফুরোনোর পর ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ভবিষ্যৎ থমকে গেছে। নতুন পৃষ্ঠপোষক পাওয়া কিংবা টুর্নামেন্টটি কবে নাগাদ আবার শুরু হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। চলমান এই সংকট কাটাতে এবার ফিফাকে ব্যবস্থা নিতে কাতর কণ্ঠে অনুরোধ জানালেন ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীসহ কয়েকজন অভিজ্ঞ তারকা।
গতকাল (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভারতীয় এই তিন ফুটবলার– সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, এবং সন্দেশ ঝিঙ্গান। যেখানে তারা আইএসএল চালুর পক্ষে একসুরে গলা মিলিয়েছেন। একইসঙ্গে তুলে ধরা হয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) ব্যর্থতার কথা। ছেত্রী-গুরপ্রীতদের দাবি– কঠিন এই পরিস্থিতিতে যদি ফিফা হস্তক্ষেপ না করে, তাহলে ভারতীয় ফুটবল চিরকালের জন্য পঙ্গু হয়ে যাবে।
ভিডিও বার্তায় ভারত জাতীয় দলের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু, পোস্টারবয় সুনীল ছেত্রী এবং সন্দেশ ঝিঙ্গান বলেন, ‘এখন জানুয়ারি মাস। যখন আমরা আইএসএলের কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে আপনাদের টিভির পর্দায় হাজির হওয়ার কথা ছিল, তার বদলে আমরা ভয় এবং হতাশা নিয়ে দিন কাটাচ্ছি। আজ জোর গলায় একটা কথা বলতে এসেছি যেটা আমরা সবাই জানি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে– আমরা একটা আবেদন নিয়ে এসেছি। আমরা (ভারতীয় ফুটবল) স্থায়ীভাবে পঙ্গু হওয়ার শঙ্কায় আছি। ফুটবলকে বাঁচাতে এটা আমাদের শেষ চেষ্টা। ফিফার কাছে অনুরোধ– আপনারা হস্তক্ষেপ করুন এবং ভারতের ফুটবলকে বাঁচানোর জন্য যা দরকার তাই করুন।’
ফিফার পাশাপাশি পেশাদার ফুটবলারদের সংস্থারও দৃষ্টি আকর্ষণ করেছেন ছেত্রীরা। তারা বলেছেন, ‘আশা করি জুরিখে (ফিফার সদর দফতর) যে ক্ষমতাবানরা আছেন তাদের কাছে এই বার্তা যাবে। এটা কোনো রাজনৈতিক ডাক নয়। কোনো বিবাদও নয়, খুবই জরুরি আবেদন। শুনে মনে হতে পারে খুব বড় বড় কথা বলছি। তবে সত্যিটা হল– আমরা মানবিক, খেলোয়াড়ি এবং অর্থনৈতিক সঙ্কটে রয়েছি। আমাদের এখনই উদ্ধার করা দরকার। ফুটবলার, স্টাফ, মালিক এবং সমর্থকদের সব কিছুর ব্যাখ্যা দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভবিষ্যৎ দরকার। আমরা শুধু ফুটবল খেলতে চাই। দয়া করে সেই ব্যবস্থা করে দিন।’
প্রসঙ্গত, গত ১১ জুলাই ক্লাবগুলোকে চিঠি পাঠিয়ে আইএসএলের আয়োজক এফএসডিএল জানিয়েছে– সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) স্বাক্ষরিত হওয়া মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট (এমআরএ) আগামী ৮ ডিসেম্বর শেষ হচ্ছে। সেপ্টেম্বরে আইএসএল শুরু হলেও অল্প সময়ের মাঝে ১৫ বছরের পৃষ্ঠপোষকদের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় টুর্নামেন্টটিও স্থগিত হয়ে যায়। নতুন করে চুক্তি স্বাক্ষর নিয়ে বেশ কয়েক মাস আগে আলোচনা শুরু হলেও কোনো সমাধান মেলেনি। নতুন করে আর কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি না হওয়ায় ২০২৫-২৬ আইএসএলের পরিকল্পনা, আয়োজন বা বাণিজ্যিকীকরণ করতে পারছে না এফএসডিএল।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)