শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দুই দল রাউন্ড রবিন লিগে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচের একাদশ থেকে বাংলাদেশ এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে।
বাংলাদেশ উমহেলার পরিবর্তে রুমা আক্তারকে একাদশে নিয়েছে। স্বাগতিক বাংলাদেশের মতো ভারতও একাদশে একটি পরিবর্তন এনেছে। শাহীনার পরিবর্তে হীনা খাতুনকে একাদশে জায়গা দিয়েছে ভারতীয় কোচ শুক্লা।
বাংলাদেশ রাউন্ড রবিন লিগ ম্যাচে ১-০ গোলে জিতেছিল। আজ ফাইনালে ভারতকে হারাতে পারলে বাংলাদেশের এই আসরের শিরোপা অক্ষুণ্ণ থাকবে। ফাইনাল উপলক্ষে গ্যালারিতে সমর্থক সংখ্যা বেড়েছে।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করবেন নতুন ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন।
বাংলাদেশ একাদশ: স্বর্ণা রাণী সরকার, আফিদা খন্দকার, রুমা আক্তার, জয়নব বিবি, সুরমা জান্নাত, মুনকি আক্তার, স্বপ্না রাণী, সাগরিকা, পুজা দাস, ইতি খাতুন ও বন্যা খাতুন।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)