রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রধান নির্বাচক হিসেবে নান্নু-বাশারদের শেষ অ্যাসাইনমেন্ট ছিল শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা। সোমবার দায়িত্ব থেকে অব্যাহতির পরদিনই শেষবারের মতো দল ঘোষণা আসে তাদের থেকে। যেখানে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দল নিয়ে বিতর্ক চলছে ক্রিকেটপাড়ায়। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে আয়োজিত টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। যেখানে বিস্ময়করভাবে ঠাঁই পেয়েছেন পাঁচজন ওপেনার! এনামুল হক বিজয়, লিটন দাস, নাইম শেখ, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে মিডল অর্ডারের জন্য তাওহীদ হৃদয় আর মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া নেই বিশেষজ্ঞ আর কোনো ব্যাটার! নুরুল হাসান সোহান টি-টোয়েন্টি চুক্তিতে থাকলেও অজানা কারণে নেই টি-টোয়েন্টি দলে। জায়গা পাননি দারুণ ছন্দে থাকা জাকির হাসান ও জাকের আলি অনিক।
দল নির্বাচন নিয়ে বুধবার ম্যাচ শেষে বেশ সমালোচনা করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিন। দেশের খ্যাতনামা এই কোচ স্পষ্টই বলেন, নির্বাচকরা কী দেখে দল বানান, বোঝেন না তিনি। এই সময় জাকের আলি এতো ভালো খেলার পরও টি-টোয়েন্টি দলে জায়গা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন বলেন, ‘জাকেরের কথাটা সবসময় আপনারা ভুলে যান, ছেলেটার হয়তো চেহারা একটু কালো, এই কারণে আমার মনে হয়, বোর্ডও তাকে দেখে না ঠিকমতো। আপনারা ৬ নম্বর, ৭ নম্বরে প্লেয়ার খোঁজেন। এই পজিশনের জন্য সে বাংলাদেশে ওয়ান অব দ্য বেস্ট। রিয়াদের পরে আমি এই ছেলেকে দেখি।’
এই সময় জাকেরের প্রশংসা করে কুমিল্লার কোচ বলেন, ‘ছেলেটা লাস্ট কয়েকটা ম্যাচ থেকে খুবই ভালো খেলছে। তার স্ট্রাইক রেট যদি দেখেন আর সে প্রতিটা দিনই আমাদের ক্রুশাল মোমেন্টে রানটা করে দিচ্ছে এবং সে অনেক সেনসেবল। সে চারদিকেই মারতে পারে। পেসেও ভালো, স্পিনেও ভালো। রেকর্ডও ভালো। এ ধরনের ছেলেকে সুযোগ দেয়া উচিত।’
এই সময় নির্বাচন প্রক্রিয়া নিয়ে সালাহউদ্দিন বলেন, ‘তারা কী বুঝে টিম বানায়, আমি বুঝি না। হয়তো রান দেখে। ওপর দিকে অনেক রান করেছে, টিমে নিয়ে নিয়েছে। কিন্তু একটা ছেলে যখন ৫ নম্বরে ব্যাট করে, সে ৫০ করবে না। সে ২০ রান করবে। হয়তো ৫ বলে ২০ রান করবে। দল জিতবে, না হয় হারবে। ওইভাবে দলটা করলে ভালো হবে।’
নির্বাচকদের কটাক্ষ করে সালাহউদ্দীন বলেন, ‘গতকাল বাংলাদেশ দল দেখলাম। আপনি পাঁচজন ওপেনার রেখেছেন, মিডল অর্ডারে দু’জন ব্যাটসম্যান মনে হয়। একটা সুবিধা আছে হয়তো, সব সময় বাংলাদেশ ওপেনিং-ই করবে, ১৬-১৭ ওভার পর্যন্ত ওপেন করবে, এটা একটা সুবিধা হতে পারে।’
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)