শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
বুন্দেসলিগায় বায়ার লেভারকুজেনের বিপক্ষে হারের পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে মাঠে নামে বায়ার্ন মিউনিখ। লাজিওর কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে থমাস টুখেলের দল। লাজিওর কাছে ১-০ গোলে হেরেছে বায়ার্ন।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্নক খেলতে থাকে বায়ার্ন। ম্যাচের সপ্তম মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েও হাতছাড়া করেন স্ট্রাইকার হ্যারি কেইন। এরপরও বেশ কিছু সুযোগ মিস করে বায়ার্ন। গোল মিসের মহড়ায় গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দু'দল।
বিরতি থেকে ফিরে বেশ কিছু সুযোগ তৈরি করে লাজিও। তবে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা। ম্যাচের ৬৯ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। ডি বক্সে ইসাকসেনকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন দায়ল উপেমেকানো। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন চিরো ইম্মোবিলে। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে বায়ার্ন।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)