শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
লা লিগায় টানা জয়ের বৃত্তে ছিল রিয়াল মাদ্রিদ। তবে হঠাৎ পয়েন্ট খুইয়েছে তারা। রায়ো ভায়োকানোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লস ব্লাঙ্কোরা। রিয়ালের পয়েন্ট হারানোয় শেষ মুহূর্তে জমে উঠতে পারে লা লিগার শিরোপা লড়াই।
রোববার (১৮ ফেব্রুয়ারি) প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের তৃতীয় মিনিটে ফেডে ভালভার্দের পাস থেকে বল জালে জড়ান জোসেলু। ম্যাচে লিড নিয়ে আরও আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে রিয়াল।
ম্যাচের ২৪ মিনিটে সমতায় ফেরে ভায়োকানো। স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান রাউল দে তমাস। আর কোনো গোল না হলে ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দু'দল।
বিরতি থেকে ফিরে বেশ কিছু সুযোগ সৃষ্টি করে কার্লো আনচেলত্তির শিষ্যরা। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। এরই মাঝে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের দানি কারভাহাল।
১০ জনের রিয়াল শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে। এই ড্রয়ে ২৫ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৬২। এক ম্যাচ কম খেলে জিরোনার পয়েন্ট ৫৬। ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)