বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


সেঞ্চুরি নয়, ম্যাচ হারের আক্ষেপ লিটনের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১৯ ফেব্রুয়ারী ২০২৪, ২০:০৫

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

টুর্নামেন্ট জুড়ে দারুণ খেলছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে আজ সোমবার চট্টগ্রামের মাটিতে সিলেট স্ট্রাইকার্সের কাছে হেরেছে কুমিল্লা। এদিন দল হারলেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন অধিনায়ক লিটন দাস। ৮৫ রান এসেছে তার ব্যাট থেকে। তবে সেঞ্চুরি করতে না পারার কোনো আক্ষেপ নেই লিটনের।

তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুমিল্লার অধিনায়ক লিটন জানালেন ম্যাচ জিততে না পারার আক্ষেপের কথা, 'সেঞ্চুরি না পাওয়ায় আক্ষেপ নেই। ম্যাচ হেরে গেছি এটার আক্ষেপ আছে। রান করলে অবশ্যই ভালো লাগে। খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। ম্যাচ জিতলে আরেকটু ভালো লাগতো।'

লিটনের কাছে ২ পয়েন্ট হারানোর বিষয়টিই বড়। নিজের পারফরম্যান্স যদি ফলাফলে প্রভাব না ফেলতে পারে তাহলে সেটি কাজে আসে না। সেঞ্চুরির থেকে যদি অর্ধ-শতক করে দলকে জেতানো যায় সেটাই কুমিল্লার অধিনায়কের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

লিটন বলেন, 'কোনো আক্ষেপ নেই। বললাম তো, ম্যাচ জিততে পারলে আক্ষেপ হতো না। এরকম একটা বড় রান তাড়ায় যদি ৫০ রান করেও জেতানো যায়, সেটা অনেক খুশির ব্যাপার। তবে আপনি ৯০ রানের কাছাকাছি বা ৮০ রান, যা-ই করেন, দিন শেষে তো হেরে গেছি। দুই পয়েন্ট হারিয়েছি। এদিক থেকে একটু হতাশ।'

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩০ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০২ সন্ধ্যা
এশা ০৭:১৫ রাত

বৃহঃস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪