শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১


‘এর আগে কি সাকিবের বলে তামিম আউট হয়নি?’

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২০ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:২৫

ফাইল ছবি

ফাইল ছবি

বিপিএলে হাই-ভোল্টেজ ম্যাচে গতকাল রাতে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। দেশের ক্রিকেটের বড় দুই তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দল একে অপরের বিপক্ষে মাঠে নামায় এই ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদেরও ছিল তুমুল আগ্রহ। আর দর্শকদের চাহিদা পূরণ করে এই ম্যাচ ছড়িয়েছে টানটান উত্তেজনা।

গতকাল রাতে টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে সাকিবের রংপুরের কাছে হেরে গেছে বরিশাল। আগে ব্যাত করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান করেছিল তামিমের বরিশাল। জবাবে ব্যাট করতে নেমে শেষ ওভারের নাটকীয়তায় ৩ বল হাতে রেখে ১ উইকেটের জয় পেয়েছে রংপুর।

এদিকে জয়-পরাজয় ছাপিয়ে সাকিব-তামিমের মুখোমুখি হওয়া এই ম্যাচ দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে বেশ কিছু আলোচনার বিষয়বস্তুরও জন্ম দিয়ে গেছে। গতকাল ব্যাট হাতে দারুণ সূচনা করেছিলেন তামিম। ১৯ বল খেলে ৩৩ রান করে ঝড়ো ইনিংসের আভাস দিয়েছিলেন তিনি। কিন্তু ম্যাচে সাকিবের করা প্রথম বলেই ক্যাচ আউট হয়ে ফিরতে হয় তাকে।

গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন বরিশালের মুশফিকুর রহিম। সাকিব-তামিমের মাঝের চলমান বৈরিতা বরিশাল অধিনায়কের আউট হওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রেখেছে কি না এমন প্রশ্নও করা হয়েছিল মুশফিককে। জবাবে তিনি বলেন, ‘এর আগে কি সাকিবের বলে তামিম আউট হয়নি? বা সাকিবের বলে তামিম ছক্কা মারেনি? (হাসি) এটা কিছু না। এটা যদি আপনারা ওভাবে (দুজনের বৈরিতা) দেখেন, তাহলে হতে পারে। আর যদি না দেখেন, তাহলে ক্রিকেটের একটা নলেজের ব্যাপার।’

এদিকে গতকাল তামিমকে আউট করে নীরবে উদযাপন করেছিলেন সাকিব। এরপর রংপুরের হয়ে ব্যাত করতে নেমে সাকিবও ঝড়ো ইনিংস খেলেছেন। ১৫ বলে ২৯ রান করা সাকিবকে আউট করার পর বিশ্বসেরা এই অলরাউন্ডারের মতই উদযাপন করেছিলেন তামিম। দেশের ক্রিকেটপ্রেমীরা মনে করেছেন, সাকিবকে ব্যঙ্গ করেই এমন করেছেন তামিম।

এ নিয়েও গতকাল জানতে চাওয়া হয়েছিল মিশফিকের কাছে। এমন প্রশ্নের উত্তরে মুশফিক বলেন, ‘(সাকিবের আউটের পর) তামিমের উদ্‌যাপন সত্যি কথা আমি দেখিনি। একটা ব্যাটসম্যান আউট হয়েছে, আমি দেখছিলাম ক্যাচটা হয়েছে কি না। এরপর পরবর্তী ব্যাটসম্যান কে আসবে, পরিকল্পনা কী হবে, সেটা নিয়ে ভাবছিলাম। সত্যি কথা, আমি (তামিমের উদ্‌যাপন) দেখিনি। এখন বললেন, তাহলে গিয়ে হাইলাইটস দেখতে হবে।’

এদিকে গতকালের উত্তেজনাপূর্ণ এই ম্যাচে চোটে পড়েছেন বরিশালের মাহমুদউল্লাহ। সাইলেন্ট কিলারের চোট নিয়ে মুশফিক বলেন, ‘রিয়াদ ভাইয়ের চোট যতটুকু আমি জানি, উনি কাঁধে একটু ব্যথা পেয়েছেন। আমাদের ফিজিও আছেন। ৪৮ ঘণ্টার মধ্যে আসলে আপডেটটা বলা যায় না। যেহেতু আমাদের একটা বিরতি আছে। ২৩ তারিখে আরেকটা খেলা আছে। তো আশা করছি, পরের তিন দিনে তিনি আবার ফিরে আসবেন।’

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

শুক্রবার ২২ নভেম্বর ২০২৪