রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
বুধবার সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নেমে ইনিংসের প্রথম বলে বোল্ড হয়েছিলেন লিটন দাস। গোল্ডেন ডাকের পর আজ ২য় ম্যাচে খেলেছেন মাত্র ৩ বল। তবে রানের খাতা খুলতে পারেননি। আজও ডাক খেয়েই ফিরেছেন এই ওপেনার।
প্রথম ওভারের তৃতীয় বলটি স্টাম্পের ওপর গুড লেংথে করেছিলেন দিলশান মাদুশঙ্কা। সেখানে ফ্লিক করেছিলেন লিটন। ফাঁকা জায়গায় খেলতে পারেননি এই ওপেনার। বল চলে যায় সোজা স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা দুনিথ ভেল্লালাগের হাতে। টানা দ্বিতীয় ম্যাচে ডাক খেলেন লিটন। আর কোনো রান করার আগেই উইকেট হারাল বাংলাদেশ।
২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১২ রান। উইকেটে আছেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত।
এর আগে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে সফরকারীরা। মাহিশ থিকশানার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন দুনিথ ভেল্লালাগে। অন্যদিকে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে বাংলাদেশ।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)