বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


লিভারপুলকে রুখে দিয়ে শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২৪ ডিসেম্বর ২০২৩, ১০:২০

ফাইল ছবি

ফাইল ছবি

আসছে বড়দিন। দারুণ এই উৎসবের আগে আর্সেনাল এবং লিভারপুল দুই দলেরই চাওয়া ছিল প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা। সে লক্ষ্যেই একে অপরের বিপক্ষে মাঠে নেমেছিল কাল রাতে। তবে শীর্ষস্থান ধরে রাখতে মাইকেল আর্তেতার দলের ড্র করলেই হত, অন্যদিকে অল রেডদের পেতে হত জয়। এমন সমীকরণ শেষ পর্যন্ত মেলাতে পেরেছে আর্সেনালই। লিভারপুলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে এক নম্বরে থেকেই বড়দিন উদযাপন করবে গানাররা।

অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ড্র করায় এখন ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট আর্সেনালের। ফলে তারাই আছে শীর্ষে। অন্যদিকে ড্র করে লিভারপুল ওঠে এসেছে দুইয়ে। সমান ম্যাচে অলরেডদের পয়েন্ট ৩৯। একই সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় অ্যাস্টন ভিলা আছে তালিকার তিনে।

লিভারপুলের ঘরের মাঠে খেলতে নেমে দ ইন শুরুতেই এগিয়ে যায় আর্সেনালই। আর্তেতার শিষোয্রা ম্যাচের ৪ মিনিটেই পায় গোলের দেখা। মার্টিন ওডেগার্ডের বাড়িয়ে দেয়া বলে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল। ফলে ম্যাচের শুরুতেই এক গোলের লিড পায় গানাররা।

এদিকে লিভারপুলও সমতায় ফেরে ম্যাচের প্রথমার্ধেই। ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড নিজেদের অর্ধ থেকে লম্বা পাসে বল উড়িয়ে দিয়েছিলেন, সেই পাসে বল পেয়ে যান মোহামেদ সালাহ, এরপর তিনি আর্সেনাল ডিফেন্ডারকে কাটিয়ে বল পাঠিয়ে দেন জালে।

প্রথমার্ধেই ১-১ গোলে সমতার পর দ্বিতীয়ার্ধে গোল করার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল অল রেডরা। তবে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা সেসব কাজে লাগাতে পারেননি। ফলে শেষ পর্যন্ত ঘরের মাঠে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৯ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০৩ সন্ধ্যা
এশা ০৭:১৬ রাত

বৃহঃস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪