বৃহঃস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
টানা দুই ম্যাচ টস হারের পর অবশেষে ভাগ্যটা অ্যালিসা হিলির পক্ষেই গেল এবারে। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ নারী দলের বিপক্ষে অস্ট্রেলিয়ার নারীদের তৃতীয় ওয়ানডেতে টস জিতেছেন অজি অধিনায়ক হিলি। টস জয়ের পর বাংলাদেশকেই ব্যাটিংয়ে পাঠালেন তিনি। সিরিজে এখন পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা।
সিরিজে এখন পর্যন্ত ব্যাট হাতে ঠিকঠাক জ্বলে উঠতে পারেনি বাংলাদেশের মেয়েরা। দুই ম্যাচে একবারও ১০০ রানের স্কোরও করা হয়নি বাংলাদেশের মেয়েদের। এই ম্যাচে তাই নিজেদের প্রমাণ করার শেষ সুযোগ জ্যোতি-ফারজানাদের সামনে।
বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সুমাইয়া আক্তার, মুরশিদা খাতুন, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যালিসা হিলি, ফোব লিচফোর্ড, এলিস পেরি, বেথ মুনি, গ্রেস হ্যারিস, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়্যারহ্যাম, অ্যালানা কিং, সোফি মলিনিউ, কিম গ্রাথ
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)