বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


‘বাংলাদেশের বিপক্ষে সিরিজটা আমাদের বিশ্বকাপ প্রস্তুতি’

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:৩০ মার্চ ২০২৪, ১৮:০১

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

ঘরের মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে চরম ব্যর্থ হয়েছে বাংলাদেশের মেয়েরা। সফরকারীদের সামনে কোনো রকম লড়াইও করতে পারেনি জ্যোতি বাহিনী। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, সব ডিপার্টমেন্টেই ধুঁকেছেন। তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াস হয়েছে টাইগ্রেসরা। একদিনের ক্রিকেট শেষে বাংলাদেশ মেয়েদের সামনে এখন টি-টোয়েন্টির চ্যালেঞ্জ। এদিকে টাইগ্রেসদের হোয়াইটওয়াস করা অজি মেয়েরা রয়েছে ফুরফুরে মেজাজে। টি-টোয়েন্টি সিরিজকে তারা দেখছে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে।

আজ সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক হিলি বলেন, ‘সামনেই অ্যাশেজ আছে, খুব বেশি দিন তো বাকি নেই আর। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের খেলার অ্যাপ্রোচটা ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছি সেই সাথে সামনে আবার বিশ্বকাপও আছে। ফলে আমার মনে হয় আমাদের এখানে মানিয়ে নিতে হবে। রান বের করার চেষ্টা করে যেতে হবে এবং ভালোভাবেই করতে হবে। যদিও কন্ডিশন হয়ত আমাদের সাহায্য করবে না। গভীর ব্যাটিং লাইনআপ আছে আমাদের, ফলে আশা করি নিজেদের খেলাটা খেলতে পারব আমরা।’

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখে অজি অধিনায়ক হিলি বলেন, ‘আসলে আমাদের জন্য বিষয়টি হচ্ছে সেপ্টেম্বরের বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করা। ওয়ানডে সিরিজে আমাদের লক্ষ্য ছিল শুধুই পয়েন্ট অর্জন করা। আমরা চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পেতে এসেছিলাম এবং সেটাই করে দেখিয়েছি। টি-টোয়েন্টি সিরিজটা আসলে বিশ্বকাপের প্রস্তুতি। ৩ ম্যাচ এমন কন্ডিশনে খেলতে পারলে আমরা নিজেদের টিম কম্বিনেশন, একাদশ নিয়ে কাজ করতে পারব। সেই সাথে নিজেদের কাজটা ঠিকভাবে করার চেষ্টা চালিয়ে যেতে হবে।’

টি-টোয়েন্টিতে টাইগ্রেসদের থেকে লড়াইয়ের প্রত্যাশা নিয়ে হিলি বলেন, ‘হ্যাঁ (আরও লড়াই আশা করছি)। টি-টোয়েন্টি ক্রিকেট সব দলকে খেলার মধ্যে নিয়ে আসে। বিশেষ করে এরকম কন্ডিশনে যেখানে আমাদের খেলা কিছুটা কঠিন। তারা আবার এখানে অনেক ক্রিকেট খেলেছে। ফলে স্বাভাবিকভাবে এখানে ভালো রকমের লড়াই হতে যাচ্ছে। দুই দলের সামনেই ভালো সুযোগ আছে ভিন্ন কিছু চেষ্টা করে দেখার এবং সেপ্টেম্বরের আগে নিজেদের প্রস্তুত করে নেওয়ার।’

বিশ্বকাপের কন্ডিশন ব্যাপারে অজি অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, এমন কন্ডিশনে খেলাটা আমাদের জন্য ভালো সুযোগ। এর আগে আমরা সব ম্যাচ সিলেটে খেলেছিলাম। এখানে খেলার সুযোগ পাওয়াটা বিশ্বকাপের আগে ভালো ব্যাপার। এর ফলে আমরা দেশে ফিরে গিয়ে অনেক বিষয় নিয়ে কাজ করতে পারব। টি-টোয়েন্টি বিশ্বকাপে আপনাকে সব ম্যাচেই সজাগ থাকতে হবে। নিজের সেরা ক্রিকেটটা খেলে জয় ছিনিয়ে আনতে হবে। আমরা গত কয়েক বিশ্বকাপ ধরে এটি করে আসছি। এবারও তার ব্যতিক্রম হবে না। যদি আমরা কন্ডিশনটা ঠিকঠাক ধরতে না পারি তাহলে তা আমাদের ভোগাবে। ফলে সেপ্টেম্বরের আগে নিজেদের প্রস্তুত রাখতে হবে এবং সব সুযোগ লুফে নিতে হবে।’

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৯ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০৩ সন্ধ্যা
এশা ০৭:১৬ রাত

বৃহঃস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪