শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


মাদ্রিদ ওপেনে খেলবেন না জোকোভিচ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২৩ এপ্রিল ২০২৪, ১০:৪৩

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আসন্ন মাদ্রিদ ওপেনে খেলবেন না টেনিস র‍্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা নোভাক জোকোভিচ। রেকর্ড ২৪ বারের গ্র্যান্ডস্লাম জয়ী এই তারকা টুর্নামেন্টের ড্রতে অংশগ্রহণ করেননি।

তবে মাদ্রিদ ওপেনে না খেললেও রোমে অনুষ্ঠিত হতে যাওয়া ইতালিয়ান ওপেনে তিনি খেলবেন বলেই জানিয়েছেন।

জোকোভিচ সবশেষ খেলেছিলেন মন্টে কার্লো ওপেনে। এ টুর্নামেন্টের সেমিফাইনালে ক্যাসপার রুডের কাছে হেরে বিদায় নিতে হয় তাঁকে। চলতি মৌসুমে এখনো কোনো শিরোপা না জেতা জোকোভিচ ফ্রেঞ্চ ওপেন জয়ের লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছেন।

গত রোববার অনুষ্ঠিত বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচটি সান্তিয়াগো বার্নাব্যুতে বসেই দেখেছেন জোকোভিচ। এরপর তিনি যোগ দিয়েছেন লরিয়াস অ্যাওয়ার্ডসে যেখানে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এ নিয়ে পঞ্চমবারের মত এই পুরস্কার জিতলেন তিনি।

মাদ্রিদ ওপেনে না খেলা নিয়ে তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমি মাদ্রিদ ওপেনে খেলতে পারছি না। আমি পরিকল্পনা করছি রোমে খেলার, ঠিকভাবে প্রস্তুতি নিলে ইতালিয়ান ওপেনে খেলতে পারবো বলেই আশা করছি।

এদিকে জোকোভিচ না থাকলেও মাদ্রিদ ওপেনে খেলবেন আরেক কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল। আসন্ন এই টুর্নামেন্ট দিয়েই চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াই অব্যাহত থাকবে তাঁর।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩০ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০২ সন্ধ্যা
এশা ০৭:১৫ রাত

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪