শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতার মিশনে এখনও টিকে আছে আর্সেনাল। শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকার জন্য সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গারের পরামর্শ নিয়েছেন 'গানারদের' প্রধান শিক্ষক মিকেল আর্তেতা।
গত মৌসুমেও শিরোপা জেতার খুব কাছে ছিল আর্সেনাল। ২৪৮ দিন টেবিলের শীর্ষে থাকার পরও শেষদিকের ব্যর্থতায় লিগ শিরোপা হাতছাড়া করতে হয়েছে লন্ডনের দলটিকে। এবার আর গত মৌসুমের পুনরাবৃত্তি করতে চায় না আর্সেনাল।
গতবারের মতো ভুল না করতেই আর্সেনালের সাবেক কোচ ওয়েঙ্গারের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়েছেন আর্তেতা। ৭৪ বছর বয়সী ওয়েঙ্গারের অধীনে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত আর্সেনাল শিবিরে খেলেছেন সাবেক এই মিডফিল্ডার।
গণমাধ্যমকে আর্তেতা বলেন, ‘ওয়েঙ্গারের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি। কিভাবে লিগ জেতায় যায়, শেষ দিকে কিভাবে মাঠে পারফর্ম করতে হবে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’
‘মৌসুমের এই পর্যায়ে এসে কোন পথে জয় বের করে আনা যাবে সে পরামর্শ নিয়েছি। ওয়েঙ্গারের অধীনে আর্সেনাল কিভাবে খুব অল্প ব্যবধানে ম্যাচ জিতত সেসব জানার চেষ্টা করেছি।’
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)