শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
ভারতের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুইটিতে হারের পর আজ তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল দুই দল। সিরিজ বাঁচানোর মিশনে সফরকারীদের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
তবে ভারতের বিপক্ষে আজও বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা। দিলারা আক্তারের ৩৯ এবং জ্যোতির ২৮ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান করেছে লাল-সবুজের দল। পরে লক্ষ্য তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় হারমানপ্রীত কৌরের দল। টানা তিন জয়ে সিরিজও নিজেদের করে নিয়েছে ভারতীয় নারীরা।
বাংলাদেশের দেয়া ১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোল্ধনী জুটিতেই স্কোরবোর্ডে ৯১ রান তলে ভারতীয় নারীরা। স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মা এ দুজনই আজ হাত খুলে খেলেছেন। ব্যক্তিগত অর্ধশতক তুলে নেয়ার পর রিতু মনির বলে আউট হয়ে সাজঘরে ফিরেন শেফালি। এরপর স্মৃতিকেও সাজঘরের পথ দেখান নাহিদা আক্তার।
দুই ওপেনার ফেরার পর দ্রুত আরও এক উইকেট হারায় ভারত। তবে জয় তুলে নিতে বেগ পেতে হয়নি সফরকারীরাদের। ৯ বল হাতে রেখেই ৭ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করে ভারত।
এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নেমে আজ শুরুটা ভালোই করেছিলেন দুই বাংলাদেশ ওপেনার। দিলারা এবং মুর্শিদা খাতুন মিলে উদ্বোধনী জুটিতে স্কোরবোর্ডে তলেন ৪৬ রান। তবে এরপরই ব্যক্তিগত ৯ রানে রান আউটের শিকার হন মুর্শিদা।
মুর্শিদা ফেরার পরই সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার দিলারাও। আউট হওয়ার আগে ২৭ বলে ৫ চারে ৩৯ রান করেন তিনুই। এরপর জ্যোতি এবং সোবহানা মুস্তারি ছাড়া আর কেউই ই দলের হাল ধরতে পারেননি।
অধিনায়ক জ্যোতির ২৮ এবং সুবহানার ১৫ রানের ইনিংসের সুবাদেই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)