মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১


দুই ড্রয়ের পর জিতলেন ফাহাদ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:৭ মে ২০২৪, ১১:০৩

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দুবাইয়ে পুলিশ গ্র্যান্ডমাস্টারস দাবায় অবশেষে জয় পেয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। প্রথম দুই রাউন্ড ড্রয়ের পর গতকাল রাতে তৃতীয় রাউন্ডে জিতেছেন বাংলাদেশের এই দাবাড়ু। তিন রাউন্ড শেষে ২ পয়েন্ট নিয়ে তার অবস্থান ২২।

গতকাল তৃতীয় রাউন্ডে ফাহাদের প্রতিপক্ষ ছিলেন কাজাখস্তানের মহিলা আন্তর্জাতিক মাস্টার নুরম্যান আলুয়া। ২৩০৭ রেটিংধারী এই মহিলা দাবাড়ু ফাহাদকে তেমন চ্যালেঞ্জ জানাতে পারেননি। তাই অনেকটা সহজেই জিতেছেন।

আজ চতুর্থ রাউন্ডে ফাহাদ উজবেকিস্তানের গ্রান্ডমাস্টার ভাখিদভ জাখগিরের মুখোমুখি হবেন। উজবেক গ্র্যান্ডমাস্টারও অনেক উঁচু রেটিংধারী (২৫৯৯)। ফাহাদ এই টুর্নামেন্টে প্রথম রাউন্ডে চাইনিজ সুপার গ্র্যান্ডমাস্টারকে ও দ্বিতীয় রাউন্ডে বিশ্বসেরা দাবাড়ু কার্লসেনকে হারানো গ্র্যান্ডমাস্টারকে রুখে অসাধারণ পারফরম্যান্স করেছেন।

২০০৯ সালের পর বাংলাদেশ আর গ্র্যান্ডমাস্টার পায়নি। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান গত দুই বছর গ্র্যান্ডমাস্টার হওয়ার লক্ষ্যে চেষ্টা করছেন। গত মাসে ভিয়েতনামে একটি জিএম নর্ম পেয়েছেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৯ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৪:২০ বিকেল
মাগরিব ০৬:০৭ সন্ধ্যা
এশা ০৭:২০ রাত

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪