বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


সিরিজ জয় নিশ্চিত করতে মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:৭ মে ২০২৪, ১২:১০

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত ফরম্যাটের বৈশ্বিক এ টুর্নামেন্ট। এবারই প্রথমবারের মত আইসিসির এ আয়োজনে অংশ নিবে ২০টি দল।

২০ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ খেলছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের এই সিরিজ দিয়েই নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছে টাইগাররা। প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে ইতোমধ্যেই লিড নিয়েছে স্বাগতিকরা, আজ সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে তৃতীয় ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে দুপুর তিনটায়। প্রথম দুই ম্যাচে স্বস্তির জয় তুলে নিলেও ব্যাট হাতে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি টাইগার ব্যাটাররা। লাল-সবুজের দলের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে ওঠেছে প্রশ্ন। তবে বিশ্বকাপের আগে সিরিজ জয়েই বেশি মনোযোগী টিম ম্যানেজম্যান্ট।

টাইগারদের সহকারী কোচ নিক পোথাস বলেন, 'এই সিরিজ বিশ্বকাপের আগে ক্রিকেটারদের উন্নতি করার শেষ সুযোগ। তবে যে কোনো আন্তর্জাতিক সিরিজে প্রথম লক্ষ্য থাকে সিরিজ জয়। পরীক্ষানিরীক্ষা করতে গিয়ে যদি নেতিবাচক কিছু হয় তখন অন্য প্রশ্ন উঠবে।

এদিকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজেও ছন্দে নেই লিটন দাস। তবে আসন্ন বিশ্বকাপে তিনি ব্যাট হাতে জ্বলে ওঠবেন বলেই জানিয়েছেন নিক পোথাস। একই অধিনায়ক নাজমুল শান্তও দ্রুতই ফর্মে ফিরবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৯ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০৩ সন্ধ্যা
এশা ০৭:১৬ রাত

বৃহঃস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪