বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
ছবি- সংগৃহীত
প্রায় দুই দশক আগে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪০০ রানের ইনিংস খেলেছিলেন ব্রায়ান লারা। সেই রেকর্ড আজও অক্ষত আছে। এখনও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে তাজা ক্যারিবিয়ান এই কিংবদন্তি। এবার তিনি নিজেই জানালেন, তার রেকর্ড ভাঙতে পারেন একজন।
ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের প্রশংসা করতে গিয়ে সংবাদ সংস্থা পিটিআইকে লারা বলেছেন, 'আমার রেকর্ডের কাছাকাছি একমাত্র যাওয়ার সুযোগ পাবে জয়সওয়াল। ওর সেই দক্ষতা রয়েছে। মাত্র ৯টি টেস্ট খেলেই দুটি ডাবল সেঞ্চুরি করেছে।'
প্রথম দিন থেকেই ওর ব্যবহার এবং শেখার আগ্রহ আমাকে মুগ্ধ করেছিল। গত বছর ওর সঙ্গে দেখা হওয়ার পরেই এক অবিচ্ছেদ্য বন্ধনে জড়িয়ে পড়ি।'-আরো যোগ করেন তিনি।
নিজে বাঁহাতি হওয়ায় অন্য বাঁহাতি ব্যাটারদেরও লারা কাছের হিসেবে দেখেন। সেই প্রসঙ্গে উঠে এসেছে আর এক বাঁহাতি অভিষেক শর্মার নাম। তাকে নিয়ে লারা বলেন, 'হায়দরাবাদে ব্যাটিং কোচ হিসেবে আসার পরে অভিষেকের সঙ্গে আলাপ হয়। ওর ব্যবহারও মুগ্ধ করেছিল আমাকে। ও সবসময় আমার থেকে শিখতে চাইতো।'
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)