বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


হাথুরুর চোখ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২৬ ডিসেম্বর ২০২৩, ১৪:৫১

ফাইল ছবি

ফাইল ছবি

এ বছর এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে তিনটি সিরিজ অংশ নিয়ে সবগুলোতেই জিতেছে বাংলাদেশ। দলের এমন পারফরমেন্সে এ ফরম্যাটে বাংলাদেশের উন্নতির চিত্র পাওয়া যায়। অথচ এক সময় এই ফরম্যাটে সবচেয়ে দুর্বল হিসেবে বিবেচিত ছিলো টাইগাররা। ফলে চলতি বছর টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজে অপরাজিত থাকার লক্ষ্য নিয়ে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করবে বাংলাদেশ।

ঘরের মাঠেই তিনটি সিরিজ জয়ের স্বাদ পাওয়া টাইগারদের এবার নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলতে হবে। এদিকে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ দ্রুত এগিয়ে আসায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ শান্ত-লিটনদের। কারন এই সিরিজের পারফরমেন্সেই টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রকৃত অগ্রগতি ফুটে উঠবে। কিউইদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে ভাষ্যেও তাই।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে আজ মঙ্গলবার নেপিয়ারে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজর রাখতে চাই। আমরা এখন থেকেই আমাদের পরিকল্পনাটা শুরু করতে চাই। এখন থেকে আমরা ১১টি ম্যাচ খেলতে পারব, সঙ্গে বিপিএলও আছে।’

বাংলাদেশ কোচ এরপর যোগ করেন, ‘আমরা আমাদের সমন্বয়টা বের করার চেষ্টা করব। বিশ্বকাপে আমরা কীভাবে খেলতে চাই, সেটার ভূমিকাও দিয়ে দেওয়া হবে। এটাই আসলে পরিকল্পনা।’

এদিকে কিউই সিরিজ থেকে পরীক্ষার ধাপ শুরু হবে নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘ছেলেদের জন্য এটা পরীক্ষার প্রথম ধাপ। এখানে যারা আছে তাদের বেশিরভাগই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে। নির্বাচনটাও এভাবে হয়েছে আর নির্বাচকরাও ঠিক এভাবেই ভাবছে। এখন কাজটা করে দেখানো হচ্ছে ছেলেদের কাজ।’

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৯ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০৩ সন্ধ্যা
এশা ০৭:১৬ রাত

বৃহঃস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪