শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১


পাকিস্তানের পর এবার গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার মুখে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১০ জুন ২০২৪, ১২:২৫

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২২ সালের আসরে ফাইনালে খেলেছিল ইংল্যান্ড এবং পাকিস্তান। ম্যান ইন গ্রিনদের হারিয়ে সেবার শিরোপা জিতে নিয়েছিল ইংলিশরা। তবে গত আসরের দুই ফাইনালিস্ট দল এবারের আসরে আছে চরম বিপদে। গতকাল ভারতের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার দ্বারপ্রান্তে চলে গেছে বাবর আজমরা, এবার একই আশঙ্কা জস বাটলারদের সামনেও।

এবারের আসরে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর গতকাল ভারতের কাছেও হেরেছে পাকিস্তান। ফলে দুই ম্যাচ খেলে কোনো পয়েন্ট সমজ্ঞ্রহ করতে না পারার ম্যান ইন গ্রিনদের সুপার এইটে খেলতে মেলাতে হবে অনেক সমীকরণ।

একই অবস্থায় এখন ইংল্যান্ডও। আসরের প্রথম ম্যাচে সকটল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেও শেষ পর্যন্ত বৃষতির কারণে দুই দলের ম্যাচটি পরত্যক্ত হয়। ফলে সেই ম্যাচ থেকে কেবল ১ পয়েন্টই পেয়েছে ইংলিশরা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছেও হেরেছে বাটলারের দল।

ফলে দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে বি গ্রুপে ৫ বলের মধ্যে চারে আছে ইংলিশরা। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১ পয়েন্ট পাওয়া স্কটল্যান্ড এরপর নামিবিয়া এবং আজ ওমানের বিপক্ষে জিতে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অজিরা।

নিজেদের বাকি দুই ম্যাচে জিতলে ইংল্যান্ডের পয়েন্টও হবে ৫। আর স্কটল্যান্ড অজিদের কাছে হারলেও তাদের পয়েন্টও ৫ ই থাকবে। তখন শেষ আট নিশ্চিত হবে নেট রান রেটের ভিত্তিতে। এই রান রেটের হিসেবেই বেশ এগিয়ে আছে স্কটিশরা। আজ ওমানের দেয়া ১৫১ রান স্কল্যান্ড ৩ উইকেট হারিয়ে ৪১ বল হাতে রেখেই জিতে নিয়েছে।

দাপুটে জয়ে স্কটিশদের রান রেট এখন +২.১৬৪। অন্যদিকে ইংলিশদের নেট রান রেট -১.৮০০। ফলে বাকি দুই ম্যাচ যদি ইংলিশরা বড় ব্যবধানে জিততে না পারে এবং রান রেটে এগিয়ে না থাকতে পারে তাহলে বর্তমান চ্যাম্পিয়নরাও গ্রুপ পর্ব থেকেই বাদ পড়বে বলেই আশঙ্কা সবার।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

শুক্রবার ২২ নভেম্বর ২০২৪