সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১


হাসারাঙ্গাকে নেতৃত্বে রেখেই শ্রীলঙ্কার দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:৩০ ডিসেম্বর ২০২৩, ১৫:০২

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

শ্রীলঙ্কান ক্রিকেটে বছরের শেষটা হয়েছে হতাশাময়। বিশ্বকাপ ব্যর্থতা ভুলে নতুন করে শুরুর আগেই বেসামাল হয়ে ওঠে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপের কারণে শেষ পর্যন্ত আইসিসি শ্রীলঙ্কার সদস্যপদ কেড়ে নেয়। ফলে তাদের মাটি থেকে সরে যায় আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসরও। নতুন বছরে সেসব হতাশা ছাপিয়ে যাওয়ার আশায় নিজেদের সূচিও ঠিক করেছে কুশল মেন্ডিসের দল। আসন্ন দুটি সিরিজকে সামনে রেখে তারা তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়েই দল ঘোষণা করেছে।

ঘরের মাঠে আগামী ৬ জানুয়ারি থেকে টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে লঙ্কানরা। যেখানে তাদের বড় প্রাপ্তি চোট থেকে ফেরা হাসারাঙ্গার দলে অন্তর্ভুক্তি। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার সময় গত আগস্টে তিন ইনজুরিতে পড়েছিলেন। যে কারণে সর্বশেষ এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে তাকে ছাড়াই খেলতে হয়েছিল লঙ্কানদের।

কেবল দলেই ফিরছেন না হাসারাঙ্গা, টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে তাকে অধিনায়কও করা হয়েছে। নেতৃত্বে তার সহকারী বানানো হয়েছে ইনফর্ম ব্যাটসম্যান চারিথ আসালাঙ্কাকে। একইসঙ্গে ওয়ানডেতেও তাকে সহ-অধিনায়ক রাখা হয়েছে, যেখানে ওয়ানডের অধিনায়কত্বে আছেন কুশল মেন্ডিস। বিশ্বকাপে দলটির নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা ইনজুরিতে পড়ায় তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ফর্মহীনতায় ভোগা শানাকা দলে থাকলেও, তাকে আর নেতৃত্বে রাখা হয়নি। তবে ঘোষিত দুটি দলই প্রাথমিক, যেখান থেকে ওয়ানডে-টি টোয়েন্টি সিরিজের চূড়ান্ত স্কোয়াড ঠিক করবে এসএলসি।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে দুই ফরম্যাটের সিরিজ শুরু করবে লঙ্কাবাহিনী। তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ৬, ৮ ও ১১ জানুয়ারি। পরবর্তীতে ১৪, ১৬ ও ১৮ জানুয়ারি হবে টি-টোয়েন্টি সিরিজ, সব ম্যাচই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে গড়াবে।

শ্রীলঙ্কা প্রাথমিক ওয়ানডে স্কোয়াড: কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, সাহান আরাচিগে, নুয়ানিন্দু ফার্নান্দো, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, চামিকা করুণারত্নে, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, দুষ্মন্ত চামিরা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, আসিথা ফার্নান্দো, আকিলা ধনাঞ্জয়া, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা গুনাসেকেরা।

প্রাথমিক টি-টোয়েন্টি স্কোয়াড: ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, মহেশ থিকশানা, কুশল জানিথ পেরেরা, ভানুকা রাজাপাকসে, কামিন্দু মেন্ডিস, দুনিথ ভেল্লালাগে, আকিলা ধনাঞ্জয়া, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা, প্রমোদ মাদুশান, মাথিশা পাথিরানা।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

সোমবার ২৫ নভেম্বর ২০২৪