রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১


বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও যত টাকা পাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২৫ জুন ২০২৪, ২০:২৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান। এর আগে বিশ্বকাপে কখনোই টাইগারদের হারাতে পারেনি আফগানরা। এবার শান্ত-সাকিবদের হারিয়ে ইতিহাস গড়েছে তারা। আফগানিস্তানের দেয়া ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তাতে বৃষ্টি আইনে ৮ রানের হার নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করে টাইগাররা।

এতে শান্ত-সাকিবদের প্রাপ্তি বলতে শুধু গ্রুপপর্বে তিন জয়। সেমিফাইনালে যাবার সুবর্ন সুযোগ থাকলেও তিক্ততার স্বাদ নিতে হয়েছে সাকিব-শান্তদের। এমন বাজে বিশ্বকাপের শেষের পরও বড় অঙ্কের প্রাইজমানি পাচ্ছে বাংলাদেশ।

চলতি আসরে মোট প্রাইজমানি ১১.২৫ মিলিয়ন ডলার। যেখানে চ্যাম্পিয়ন দল পাবে ২.৪৫ মিলিয়ন ডলার বা ২৮ কোটি ৭৫ লাখ ৬৪ হাজার ০৯৫ টাকা। রানার আপ দল অন্তত ১.২৮ মিলিয়ন ডলার পাবে। সেমিফাইনালে গিয়ে হারা দুই দল পাবে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ মার্কিন ডলার করে।

যে ৪ টি দল সুপার এইট থেকে বাদ যাবে তাঁরা পাবে ৩ লাখ ৮২ হাজার ৫০০ মার্কিন ডলার করে। এছাড়া বিশ্বকাপের প্রতিটি ম্যাচের জন্য পেয়ে থাকেন ৩১ হাজার ১৫৪ ডলার। ফলে সুপার এইট থেকে বিদায় নেওয়া বংলাদেশ প্রাইজমানি পাচ্ছে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকারও বেশি)।

এছাড়া গ্রুপপর্বে তিনটি ম্যাচ জেতায় পাচ্ছে ৯৩ হাজার ৪৬২ ডলার (বাংলাদেশি টাকায় ১ কোটি ৫ লাখ টাকার সমান)। সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় ৪ লাখ ৭৫ হাজার ৯৬২ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৬০ লাখ টাকারও বেশি।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

রবিবার ২৪ নভেম্বর ২০২৪