রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১


কোপার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিপক্ষ যে দল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:৩ জুলাই ২০২৪, ১৪:০০

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কোপা আমেরিকার এবারের আসরে শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করছে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বের তিন ম্যাচেই পেয়েছে জয়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে এবারের আসরে ব্রাজিল যেন নিজেদের হারিয়ে খুঁজছে। সেলেসাওরা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হোঁচট খেয়েছে।

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি আজ সেলেসাওদের জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ। এ ম্যাচে জয় পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার সুযোগ ছিল দরিভাল জুনিয়রের শিষ্যদের সামনে, আর তাতে শেষ আটে মুখোমুখি হওয়া যেত সহজ প্রপ্তিপক্ষ পানামার। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেনি ভিনিসিয়ুসরা। কলম্বিয়ার বিপক্ষে ১-১ ড্র করায় রানার্স আপ হয়েই শেষ আটে যাচ্ছে তারা।

ফলে কোয়ার্টার ফাইনালে শক্তিশালি উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে হবে ব্রাজিলকে, দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই সকাল ৭টায়। এদিকে তিন ম্যাচের সবকটিতেই জিতে দাপুটের সঙ্গেই শেষ আট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে লিওনেল স্কালোনির শিষ্যরা মাঠে নামবে ইকুয়েডরের বিপক্ষে, ম্যাচটি অনূষথিত হবে ৫ জুলাই সকাল ৭টায়।

এছাড়াও কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলবে পানামা। আর কানাডা খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

রবিবার ২৪ নভেম্বর ২০২৪