রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় সারির দল নিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হার দিয়ে শুরু করে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ২৪ ঘণ্টার ব্যবধানে আরেকবার মাঠে নেমে স্বাগতিকদের উড়িয়ে দিলো তারা, রেকর্ড বই ওলটপালট করে সামনে থেকে অবদান রেখেছেন অভিষেক শর্মা। এই ওপেনারের একাধিক কীর্তিতে জিম্বাবুয়ের সামনে ২৩৪ রানের পাহাড় গড়ে সফরকারীরা। এরপর ১৮.৪ ওভারে ১৩৪ রানে অলআউট করে জিতেছে তারা। ১০০ রানে জিতে সিরিজে ১-১ এ সমতা ফেরালো ভারত। সমতা ফিরলেও ভারতের বিপক্ষে সিরিজ জয় দেখছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজা।
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার মাসাকাদজা বলেন, ‘টি-টোয়েন্টিতে যেকোনো কিছুই হতে পারে, এটাই এর সৌন্দর্য। এটা টেস্ট-ওয়ানডের চেয়ে কিছুটা আলাদা। একজন একাই তার দিনে খেলা ঘুরিয়ে দিতে পারে। তাই আমি আমাদের ভালো সুযোগ দেখছি। আমাদের দলটা বেশ তরুণ, এই ফরম্যাট নতুন খেলোয়াড়দের জন্য প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করছি।’
ভারতের এই তরুণ দলের বিপক্ষে জয় দেখছেন মাসাকাদজা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে একজন একাই খেলা ঘুরিয়ে দিতে পারে বা ম্যাচ জেতাতে পারে। তাই আমরা সামনে তাকিয়ে আছি, আমার মনে হয় ভারতের এই তরুণ দলের বিপক্ষে আমাদের ভালো সুযোগ আছে। আমরা তাদেরকে চাপে ফেলে ইতিবাচক ফলাফল আনতে মুখিয়ে আছি। আমরা সিরিজ জিততেও পারি।’
কোহলি-রোহিত অবসর নিলেও তাদের বিকল্প পেতে বেশি সময় লাগবে ভারতের। এ নিয়ে তিনি বলেন,‘তাদের বিকল্প বের করা কঠিন। তবে ভারতে প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে। আমি নিশ্চিত তাদের বিকল্প পেতে ভারতকে ধুঁকতে হবে না। আমি তাকিয়ে আছি শুবমান গিলের দিকে। আমি তার খেলা দেখত ভালোবাসি। জাইসওয়াল ও আন্তর্জাতিক ক্যারিয়ার দুর্দান্ত শুরু করেছে।’
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)