শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
কোপা আমেরিকার এবারের আসরে দুর্দান্ত খেলছে আর্জেন্টিনা। গ্রুপ পর্ব থেকেই দুর্দান্ত ফর্মে আছেন লাওতারো মার্টিনেজ-জুলিয়ান আলভারেজরা। টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত আছে লিওনেল স্কালোনির শিষ্যরা। এবার আলবিসেলেস্তেদের লক্ষ্য টানা দ্বিতীয়বারের মত মহাদেশীয় এ প্রতিযোগীতার শিরোপা নিশ্চিত করা।
গতকাল সেমিফাইনালে কানাডার বিপক্ষে দারুণ এক জয় পেয়েছেন লিওনেল মেসিরা। গ্রুপ পর্বেও আর্জেন্টিনার বিপক্ষে ভালো খেলে পরাজিত হওয়া কানাডিয়ান ফুটবলাররা গতকালও খেলেছে দুর্দান্ত। তবে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে পেরে ওঠেনি প্রথমবারের মত কোপা আমেরিকায় খেলতে আসা দলটি।
জুলিয়ান আলভারেজের গোলে প্রথমে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। টুর্নামেন্টের এবারের আসরে এটিই মেসির প্রথম গোল। এ দুজনের গোলেই ২-০ গোলের দারুণ এক জয় নিয়ে ফাইনাল নিশ্চিত হয় আলবিসেলেস্তেদের।
এদিকে কোপার দ্বিতীয় সেমিফাইনালে আজ কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল উরুগুয়ে। এবারের আসরে মার্সেলো বিয়েলসার অধীনে দুর্দান্ত খেলেছেন লুইস সুয়ারেজরা। দাপুটে ফুটবলে জায়গা করে নিয়েছিলেন শেষ চারে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে সেমিতে জায়গা করে নেয়া উরুগুয়ে আজ অবশ্য কলম্বিয়ার বিপক্ষে জিততে পারেনি।
ম্যাচের ৩৯ মিনিটেই এক গোলের লিড পায় কলম্বিয়া। বিরতিতে যাওয়ার আগেই দশজনের দলে পরিণত হলেও শেষ পর্যন্ত এক গোলের সেই লিড ধরে রেখেছিলেন জেমস রদ্রিগেজরা। ফলে দারুণ এক জয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে ফাইনাল নিশ্চিত হয়েছে কলম্বিয়ানদের।
২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে ওঠা কলম্বিয়ার সামনে এখন লক্ষ্য শিরোপা জয় করা। সে লক্ষ্যে আগামী ১৫ জুলাই মাঠে নামবে দলটি। দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)