শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১


বিচ্ছেদের জল্পনার মাঝে যা বললেন হার্দিকের স্ত্রী

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১১ জুলাই ২০২৪, ২১:৫৮

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছিল না হার্দিক পান্ডিয়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পর্যন্ত তার খারাপ পারফরম্যান্স, মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়কত্ব নিয়ে অনেক সমালোচনা হয়েছে। ব্যক্তিগত জীবনে স্ত্রী নাতাশা স্ট্যাঙ্কোভিচের সঙ্গেও টানাপড়েন চলছে বলে আগেই খবর মিলেছে। কিন্তু এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত জয় ছিনিয়ে এনেছে ভারত। ফাইনালের একেবারে শেষ ওভারে হার্দিকের বোলিং মন জয় করে নিয়েছে তার সমালোচকদেরও। কিন্তু পারিবারিক অশান্তি কি মিটেছে?

পান্ডিয়া এবং নাতাশার বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই একটি ইঙ্গিতবহ পোস্ট করলেন তার স্ত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা ভিডিওতে সার্বিয়ান মডেল তথা অভিনেত্রী বলেন, যে মানুষ আজকাল দ্রুত জাজ করে ফেলেন। একই সঙ্গে তিনি সকলের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন সবাই যেন সমব্যথী, দরদী হন গুজব ছড়ানোর বদলে।

বিচ্ছেদের জল্পনা নিয়ে সাধারণ মানুষের কৌতূহল যেভাবে বাড়ছে তা ভালোভাবে নিচ্ছেন না নাতাশা। সেটাই স্পষ্ট করে দিয়েছেন তিনি। নাতাশা বললেন, 'কফি খেতে খেতে একটা কথা মাথায় এল। সবাই কত দ্রুত জাজ করে নেয় তাই না?'

এরপর একই সঙ্গে বলেন, 'আমরা যদি কাউকে তাঁর স্বভাব বিরুদ্ধ কোনও কাজ করতে দেখি আমাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আমরা অবজার্ভ করি না। কারও প্রতি আমরা সমব্যথী নই। সোজাসুজি বিচার করতে বসে যাই।'

তিনি আরও বলেন, 'আমরা জানি না কী ঘটেছে, কী রয়েছে গোটা জিনিসটার পিছনে, কারণ কী, পরিস্থিতি কী কিছুই জানি না। তাও বিচার করি। জাজমেন্টাল না হয়েও একটু অবজার্ভ করতে শিখুন। সমব্যথী হন। মানুষের সঙ্গে ধৈর্য ধরে কথা বলুন।'

বিগত বেশ কয়েক মাস ধরেই নাতাশা এবং হার্দিকের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। আইপিএলের সময় থেকেই এই গুঞ্জন শুরু হয়। সম্প্রতি ভারতের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে জানা যায় হার্দিক-নাতাশার এক ঘনিষ্ট বন্ধু নাকি জানিয়েছেন যে ওদের বিচ্ছেদ হচ্ছেই। যদিও এই বিষয়ে তাঁরা নিজেরা কিছুই জানাননি।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

শুক্রবার ২২ নভেম্বর ২০২৪