শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১


বিসিবি সভাপতির পদ থেকে পাপনের পদত্যাগ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২১ আগষ্ট ২০২৪, ১৩:৪৯

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। আজ বুধবার বিসিবির বোর্ড সভায়েমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিসিবি পুনর্গঠন নিয়ে কদিন ধরেই চলছে জোর আলোচনা। আজ জরুরি সভা ডেকেছিল সংস্থাটি। আগেই ধারণা করা হয়েছিল আজকের সভায়ই পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দিবেন এক যুগ ধরে বিসিবির সভাপতির চেয়ারে থাকা পাপন।

অবশেষে হয়েছেও তাই। আজ সভা শুরুর পরপরই সভাপতির পদ থেকে পদত্যাগ করেন পাপন।

পাপন বিসিবির সভাপতি হিসেবে মনোনীত হন ২০১২ সালে। এরপর ২০১৩ সালে নির্বাচনেও তিনিই সভাপতিই নির্বাচিত, এরপর থেকেই দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার প্রধান হিসেবে আছেন তিনি। সবশেষ নির্বাচনেও তিনিই সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

এদিকে পাপনের পদ্যত্যাগের পর এবার বিসিবিতে আসছে নতুন সভাপতি। ধারণা করা হচ্ছে জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ বিসিবির সভাপতি হতে পারেন।

আজ বিসিবির জরুরী সভায় ফারুক আহমেদও যোগ দিয়েছেন বলে জানা গেছে। এছাড়া নাজমুল আবেদিন ফাহিমও আছেন এই সভায়।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

শুক্রবার ২২ নভেম্বর ২০২৪