শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১


‘অস্ট্রেলিয়ার মতো দল পাকিস্তান সফর করতে পারলে ভারতের সমস্যা কোথায়?’

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২৯ আগষ্ট ২০২৪, ১৭:৪০

ফাইল ছবি

ফাইল ছবি

ভারত-পাকিস্তান, রাজনৈতিক বৈরিতাপূর্ণ এই দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই সুসম্পর্ক নেই। রাজনৈতিক বৈরিতার রেশ ছড়িয়েছে ক্রিকেট মাঠেও। এ কারণেই ২০১২ সালের পর কোনো দ্বি-পক্ষীয় সিরিজও খেলেনি দেশ দুইটি। গত বছর পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতেও ভারতের আপত্তি থাকায় শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে আয়োজিত হয়েছে এ টুর্নামেন্ট।

রাজনৈতিক বৈরিতার কারণেই আইসিসি টুর্নামেন্ট ও এশিয়া কাপ ছাড়া এখন আর দ্বিপক্ষীয় সিরিজে দেখা হয় না দুই দেশের। তবে এ দুই দেশের ম্যাচ মানেই দর্শকদের তুমুল চাহিদা। আগামী বছর অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এ টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান। তবে এখনো পর্যন্ত বিভিন্ন মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী, নিরাপত্তার অযুহাতে পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চায় না ভারত।

ফলে শেষ পর্যন্ত পাকিস্তানেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে কি না, নাকি এবারও হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হবে, আর পাকিস্তানেই হলে ভারত তাতে অংশ নিবে কি না তা এখনো নিশ্চিত নয়। এদিকে সাম্প্রতিক বছরগুলোতে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের মত দলগুলোকে আতিথেয়তা দিয়েছে পাকিস্তান।

তাই অস্ট্রেলিয়ার মত দল পাকিস্তান সফর করতে পারলে ভারতের সমস্যা কোথায় এমন প্রশ্ন তুলেছেন ম্যান ইন গ্রিনদের সাবেক ক্রিকেটার কামরান আকমল। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার মত দল পাকিস্তান সফর করতে পারলে ভারত কেন পারবে না? ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হওয়া উচিত। দুই দেশের সরকার আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে পারে। এর মাধ্যমে ক্রিকেট লাভবান হবে।’

ভারত-পাকিস্তান, দুই দেশের ক্রিকেটাররা অপর দেশে অনেক সমাদৃত বলেও জানিয়েছেন আকমল। টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে আকমল বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ সমর্থকদের ঐক্যবদ্ধ করে। এ কারণেই এই দ্বৈরথকে মাদার অব অল ক্ল্যাশেস বলা হয়। আমরা বিভিন্ন সময়ে ভারত সফর করেছি, ২০০৪, ২০০৭, ২০১১ সালে। আমরা দেশটিতে অনেক সমর্থন পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘কোনো সন্দেহ নেই যে, হোম টিম সবসমইয় বেশি সমর্থন পায়, তবে আমরা যখনই ভারতে গিয়েছি, সেখানকার সমর্থকদের ভালোয়াসা পেয়েছি। একই ভাবে পাকিস্তানের সমর্থকরাও ভারতের ক্রিকেটারদের ভালোবাসে। বিরেন্দর শেবাগও স্বীকার করেছেন তিনি পাকিস্তানে সমর্থকদের কেমন ভালোবাসা পেয়েছেন। দাদাও (সৌরভ গাঙ্গুলি) পাকিস্তানি সমর্থকদের নিয়ে তাঁর ভালোবাসার কথা জানিয়েছেন। আমাদের সমর্থকরা পাকিস্তান দলকে যতটা সমর্থন করে ততটাই ভারত দলকেও করে। তাই আমরা চাই ভারত-পাকিস্তান সিরিজ হোক।’

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

শুক্রবার ২২ নভেম্বর ২০২৪