বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


ব্রাজিলিয়ানে গরম শীতকালীন দলবদল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:৬ জানুয়ারী ২০২৪, ১১:৩০

কোলাজ

কোলাজ

ব্রাজিলিয়ান সিরি-আ মৌসুম শেষ হয় প্রতি বছরের ডিসেম্বরে। জানুয়ারির শীতকালীন ফুটবলার কেনাবেচার বাজারে প্রায় প্রতিবারই তাই আলোচনায় থাকেন ব্রাজিলিয়ানরা। লিগে ভালো ফুটবল খেলায় অনেকে ইউরোপের লিগে ঢুকতে মুখিয়ে থাকেন। ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাবগুলোও লিগের মাঝে এসে ডিফেন্ডার, মিডফিল্ডার কিংবা ফরোয়ার্ড লাইনের ঘাটতি পূরণে ব্রাজিলের লিগে চোখ রাখে।

এবারের শীতকালীন দলবদলের মৌসুমও ব্যতিক্রম নয়। এরই মধ্যে দলবদলের বাজারে বেশ ক’জন ব্রাজিলিয়ান আলোচনায় আছেন। ক’জনের দলবদলও সম্পন্ন হয়ে গেছে। এর মধ্যে সাও পাওলোর সেন্ট্রাল ডিফেন্ডার লুকাস বেরাল্ডোকে ২০ মিলিয়ন ইউরোয় দলে নিয়েছে পিএসজি। তাঁকে মার্কুইনোসের উত্তরসূরি মনে করছে লা প্যারিসিয়ানরা।

গত বছরের জুনে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিতর রকির সঙ্গে চুক্তি করে রেখেছিল বার্সেলোনা। চলতি জানুয়ারিতে কাতালান ক্যাম্পে যোগ দিয়ে অভিষেকও হয়ে গেছে তাঁর। সান্তোসের তরুণ ব্রাজিল স্ট্রাইকার মার্কোস লিওনার্দোর সঙ্গে চুক্তি করেছে পর্তুগালের ক্লাব বেনফিকা।

দলে ইনজুরি ধাক্কার কারণে রিয়াল মাদ্রিদ একজন সেন্ট্রাল ডিফেন্ডার খুঁজছে। জেনিথ থেকে ধারে ইন্টারন্যাশিওনালে ফেরা ব্রাজিলের ২০ বছরের দীর্ঘদেহি রবার্ট রেনান হতে পারেন ওই ডিফেন্ডার। আলোচনার আছেন ফ্লুমিনেন্সের ২২ বছরের মিডফিল্ডার আন্দ্রে। লিভারপুল-অ্যাস্টন ভিলা তাঁর দিকে চোখ রাখছে। অর্থের বন্দোবস্ত হলে বার্সেলোনাও ঢুকতে পারে রেসে। এ ছাড়া বোটাফোগের ডিফেন্ডার আদ্রিলসন ও গোলরক্ষক লুকাস পেরি যোগ দিতে পারেন ফ্রান্সের ক্লাব লিঁওতে।

সংবাদমাধ্যমের গুঞ্জন, ম্যানচেস্টার ইউনাইটেডে অসুখী ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো ক্লাব পরিবর্তন করতে চান। পিএসজি তাঁর ওপর নজর রাখছে। সৌদি ক্লাবও রাখছে খোঁজ-খবর। আবার সৌদি ক্লাব আল আহলিতে যাওয়া রবার্তো ফিরমিনো ফিরতে চান ইউরোপে। ফুলহাম তাঁর প্রতি আগ্রহী বলে খবর।

জানুয়ারির বাজারে নিউক্যাসলের ব্রুনো গিমারেজকে নাকি পিএসজি তাদের মূল টার্গেট বানিয়েছে। এ ছাড়া অ্যাস্টন ভিলার ডগলাস লুইস আর্সেনালে যোগ দিতে পারেন এমন গুঞ্জন আছে। শীতকালীন বাজারটা গরম করে দিতে পারেন ব্রাজিলিয়ান মেসি খ্যাত ১৬ বছরের এস্তেভাও উইলিয়াম। তাঁর পছন্দের ক্লাব বার্সেলোনা। তবে তাঁকে বুকিং দিতে এখনই ম্যানচেস্টার সিটি, চেলসি, পিএসজির মতো ক্লাব ৫০ মিলিয়ন ইউরোর ব্যাগ নিয়ে ছুটছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৯ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০৩ সন্ধ্যা
এশা ০৭:১৬ রাত

বৃহঃস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪