রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১


টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকেরের অভিষেক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২১ অক্টোবর ২০২৪, ১০:২৬

ছবি সংগ্রহীত

ছবি সংগ্রহীত

লম্বা সময় পর মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ফিরল টেস্ট ক্রিকেট। পাকিস্তান সফরে ছিল সুখস্মৃতি। ভারত সফর কেটেছে দুঃস্বপ্নে। মিরপুরে নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ ফিরছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে। তাতে টস ভাগ্যটাও পাশে পেয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্তই নিয়েছে বাংলাদেশ।

এদিকে টসের আগে নিশ্চিত হয়েছে বাংলাদেশের হয়ে টেস্ট দলে অভিষেক হচ্ছে জাকের আলী অনিকের। দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এদিন জাকেরকে টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছেন। বাংলাদেশের হয়ে টেস্টে ১০৫তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ পাচ্ছেন জাকের।

বাংলাদেশ এই ম্যাচে খেলছে এক পেসার নিয়ে। তাসকিন আহমেদ এবং নাহিদ রানা দুজনেই থাকছেন একাদশের বাইরে। একমাত্র পেসার হাসান মাহমুদ। তিন স্পিনার হিসেবে আছেন মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান এবং তাইজুল ইসলাম। আর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মারকরাম, টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথিউ ব্রিটজকে, কাইল ভ্যারিয়েনে, উইয়ান মুল্ডার, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, ডেইন পিড।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

রবিবার ২৪ নভেম্বর ২০২৪