মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১


উঁচু গাছে বাতাস বেশি লাগে : সাকিব

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২১ অক্টোবর ২০২৪, ২২:২২

ফাইল ছবি

ফাইল ছবি

নিরাপত্তাজনিত কারণে চলমান মিরপুর টেস্টে খেলতে পারছেন না সাকিব আল হাসান। দলে থাকলেও পরে তার বদলি নিয়েছে বিসিবি। তাই সাকিব এই টেস্টে না খেললেও আলোচনায় আছেন। সেই আলোচনা-সমালোচনায় এবার খানিকটা ঘি ঢাললো আবুধাবী টি-টেনের দল বাংলা টাইগার্স।

টাইগার্সদের হয়ে এই লিগে খেলেন সাকিব। আগামী আসরের জন্যও দলটির সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। এই ফ্র্যাঞ্চাইজিটিকে দেওয়া সাক্ষাৎকারে তাকে নিয়ে হওয়া আলোচনা-সমালোচনা প্রসঙ্গে সাকিব বলেছেন, 'যে গাছে আম বেশি সে গাছে ইটও বেশি পড়ে। যে গাছ উঁচুতে থাকে সে গাছে বাতাসও বেশি লাগে।'

সোমবার (২১ অক্টোবর) বিকেলে বাংলা টাইগার্স নিজেদের ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করে। সেখানে সাকিবকে প্রশ্ন করা হয় তাকে নিয়ে যে চারদিকে এতো আলোচনা-সমালোচনা, তার নিজের মূল্যায়ন কি?

জবাব দিতে গিয়েই টাইগার পোস্টার বয় বলেন, 'আমি মনে করি এগুলো হওয়া উচিৎ, এগুলো হয়। আমি যদি উদাহরণ দিই, যে গাছে আম বেশি থাকে সে গাছে ইটটাও বেশি পড়ে। যে গাছটা যত উঁচু সে গাছটায় বাতাসও বেশি লাগে। স্বাভাবিকভাবে এগুলো হবে, এগুলোই দুনিয়ার নিয়ম।'

কয়েক দিন আগে বাংলা টাইগার্সেরই এক ভিডিওতে বলছিলেন, 'আমার জীবন, আমার নিয়ম, আপনার আমাকে ভালো লাগুক কিংবা খারাপ আমি সেটা নিয়ে চিন্তা করি না। কিন্তু আমাকে নিয়ে খেলার চেষ্টা করবেন না।'

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৪৪ ভোর
যোহর ১১:৪৪ দুপুর
আছর ০৩:৫০ বিকেল
মাগরিব ০৫:৩০ সন্ধ্যা
এশা ০৬:৪৩ রাত

মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪