শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১


ভিনিকে ব্যালন ডি’অর না দেওয়া অন্যায় : ব্রাজিল কোচ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২ নভেম্বর ২০২৪, ১৪:১৪

ফাইল ছবি

ফাইল ছবি

২০০৭ সালের পর ব্রাজিলের আর কোনো ফুটবলার ব্যালন ডি’ অর পাননি। অনেকেরই ধারণা ছিল ব্রাজিলিয়ান ভক্তদের সেই অপেক্ষার প্রহর এবার শেষ হচ্ছে। এবারের ব্যালন ডি'অর বিজয়ীর দৌড়ে সামনের সারিতেই ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে ভিনি ভক্তদের।

ভিনিসিয়ুস নন, রদ্রির হাতে উঠেছে এবারের ব্যালন ডি'অর। ভিনি এবং তার ক্লাব রিয়াল মাদ্রিদ মনে করে, এই পুরস্কারের যোগ্য ছিলেন ভিনিই। যার প্রতিবাদ স্বরূপ তারা এই অনুষ্ঠান বর্জন করে। প্যারিসের অনুষ্ঠানে যায়নি ক্লাবটির কেউই।

ভিনিকে নিয়ে এবার কথা বলেছেন ব্রাজিলের কোচ দরিভালও। তার মতে ভিনির সঙ্গে যা হয়েছে তা 'অন্যায়'। তিনি বলেছেন, ‘তার সঙ্গে আমার (ব্যালন ডি’অর দেওয়ার) আগের দিন কথা হয়েছে, পরে হয়নি। সরাসরি কথা বলতে হবে। আমার মতে, এটা অন্যায়। এটা ব্যক্তিগত পুরস্কার। যদি এমন কেউ থেকে থাকে, যে দুর্দান্ত, তীক্ষ্ণ ও ভয়ংকর অ্যাথলেট, যার প্রতিভা মৌসুমজুড়ে পুরো বিশ্ব দেখেছে, সেটা সে-ই (ভিনি)।’

অবশ্য রদ্রিরও প্রশংসা করেছেন দরিভাল। তার মতে, এই ফুটবলারেরও অবদান আছে। তিনি বলেছেন, ‘যে এই পুরস্কার জিতেছে, তার বিরুদ্ধে আমি নই। (রদ্রি) সে স্প্যানিশ ও বিশ্ব ফুটবলের জন্যই দারুণ খেলোয়াড়। অনেকবার নিজেকে চিনিয়েছে।'

'কিন্তু ভিনিসিয়ুস যা করেছে, সে জন্য তার অন্য রকম স্বীকৃতি প্রাপ্য ছিল। তবে ভিনিসিয়ুস সম্ভবত সেরা যে পুরস্কারটি জিতেছে, সেটি তার (দেশের) মানুষের সম্মান ও ভালোবাসা। ব্রাজিলের অধিকাংশ মানুষ বুঝতে পেরেছে, এটা অন্যায়।’-যোগ করেন তিনি।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

শুক্রবার ২২ নভেম্বর ২০২৪