শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
২০৩৪ বিশ্বকাপ ফুটবলের আসর বসতে যাচ্ছে সৌদি আরবে। যার জন্য অনেক আগে থেকেই মেগা পরিকল্পনা নিয়ে আগাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম এই প্রাণকেন্দ্র। তারই অংশ হিসেবে সৌদি ক্লাব ফুটবলকে জনপ্রিয় করতে ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও নেইমার জুনিয়রের মতো ইউরোপ কাঁপানো তারকাদের মোটা বেতনে নিয়ে যায়। যদিও এরই মাঝে ব্রাজিলিয়ান তারকাকে আল-হিলাল ছেড়ে দিতে পারে বলে গুঞ্জন উঠেছে।
বিষয়টি নিয়ে এতদিন নীরবই ছিলেন নেইমার। এবারও তিনি সৌদি ফুটবল এবং আসন্ন ২০৩৪ বিশ্বকাপ নিয়ে উচ্চাকাঙ্ক্ষা দেখিয়েছেন ফুটবল বিশ্বকে। সৌদিতে খেলার অভিজ্ঞতা ও থাকার জন্য ভালো জায়গা উল্লেখ করলেও, তিনি আল-হিলালে থাকবেন কি না সেই প্রসঙ্গে অবশ্য কথা বলেননি। তবে ক্লাবটিতে অনেক সম্মানিত হয়েছেন বলে দাবি করেছেন নেইমার।
এক বছর পর ইনজুরি থেকে থেকে ফিরে সম্প্রতি আবারও এক মাসের চোটে ছিটকে গেছেন এই ব্রাজিলিয়ান। কেবল সাতটি ম্যাচ খেললেও আল-হিলালে যুক্ত হয়ে সুখকর অভিজ্ঞতাই হয়েছে নেইমারের, ‘এখানে খেলার সুযোগ পাওয়া এবং এমন দেশে বাস করা মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই আমি সবসময়ই বলি এখানে আমি অনেক বেশি সম্মান পেয়েছি। আমি অনেক খুশি এবং নিশ্চিত যে এই অভিজ্ঞতা আরও সুখকর হবে। আশা করি অন্য তারকারাও এখানে খেলতে আসবে, এখানে খেলার অভিজ্ঞতা তাদের নেওয়া উচিৎ।’
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)