বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১


ভিডিও সম্পাদনার অ্যাপ আনছে মেটা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত:২২ জানুয়ারী ২০২৫, ১২:৩২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বিশ্বজুড়ে টিকটক ব্যবহারকারীদের কাছে ভিডিও সম্পাদনার জনপ্রিয় অ্যাপ “ক্যাপকাট”। এটি মূলত টিকটকের ভিডিও সম্পাদনার অফিশিয়াল অ্যাপ। তবে টিকটক ছাড়াও অন্য ভিডিও সম্পাদনা করা যায় টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের তৈরি অ্যাপটি।

এবার ক্যাপকাট অ্যাপটির আদলে ভিডিও সম্পাদনার নতুন অ্যাপ আনতে যাচ্ছে মেটা।

সম্প্রতি এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন মেটার মালিকানাধীন ইনস্টাগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডাম মোসেরি।

তিনি জানান, “এডিটস” নামের ভিডিও সম্পাদনা অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে ব্যবহার করা যাবে।

ভিডিও বার্তায় মোসেরি বলেন, “এডিটস শুধু ভিডিও সম্পাদনার অ্যাপ নয়, এটি সৃজনশীল কাজের পূর্ণাঙ্গ সম্ভার। অ্যাপটিতে বিভিন্ন ট্যাব থাকবে, যেখানে ব্যবহারকারীরা তাদের কনটেন্ট তৈরির বিভিন্ন পরিকল্পনা লিখে রাখতে পারবেন। অ্যাপটিতে ভালো মানের ক্যামেরাসুবিধাও থাকবে। ব্যবহারকারীরা চাইলে প্রাথমিকভাবে সম্পাদনা করা ভিডিও অন্যদের সঙ্গে শেয়ারও করতে পারবেন।”

জানা গেছে, এডিটস অ্যাপটি আগামী এপ্রিল মাসে সবার জন্য উন্মুক্ত করা হতে পারে। প্রাথমিকভাবে অ্যাপটি আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোনে ব্যবহার করা যাবে। তবে আইফোন ব্যবহারকারীরা চাইলে এখনই অ্যাপল অ্যাপ স্টোর থেকে এডিটস অ্যাপ ডাউনলোডের জন্য আগাম বুকিং দিতে পারবেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অ্যাপটি গুগল প্লে স্টোরেও অ্যাপটি উন্মুক্ত করা হবে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৫:২৩ ভোর
যোহর ১২:১০ দুপুর
আছর ০৪:০২ বিকেল
মাগরিব ০৫:৪১ সন্ধ্যা
এশা ০৬:৫৭ রাত

বুধবার ২২ জানুয়ারী ২০২৫