সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২


গুগল সার্চে আসছে পরিবর্তন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত:২৮ জুলাই ২০২৫, ১৬:২০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সার্চ ইঞ্জিনকে আরও স্মার্ট ও কার্যকর করতে গুগল নতুন একটি এআইচালিত ফিচার নিয়ে এসেছে; যার নাম ‘ওয়েব গাইড’। এই নতুন সিস্টেম আপনার সার্চ করা বিষয়গুলোকে আরও সুন্দরভাবে ভাগ করে সাজিয়ে দেবে, যাতে ব্যবহারকারীরা দ্রুত এবং সুনির্দিষ্ট তথ্য খুঁজে পেতে পারেন।

কীভাবে কাজ করবে ‘ওয়েব গাইড’

গুগলের নিজস্ব জেমিনি এআই মডেল ব্যবহার করে এই ফিচার চালু হয়েছে। উদাহরণস্বরূপ, যদি আপনি ‘how to care for a mango tree’ লিখে সার্চ করেন, তাহলে ‘ওয়েব গাইড’ প্রথমে দুটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট দেখাবে। এরপর এটি এআই দিয়ে তৈরি একটি সংক্ষিপ্ত সারাংশ প্রদান করবে এবং সবশেষে বিষয়ভিত্তিক ক্যাটাগরিতে ফলাফলগুলো সাজিয়ে দেবে।

ব্যবহারকারীদের জন্য থাকছে যেসব সুবিধা

যারা কোনো নির্দিষ্ট প্রশ্নের উত্তর খুঁজছেন বা দ্রুত তথ্য পেতে চান, তাদের জন্য এই ফিচারটি বিশেষভাবে উপকারী হবে। গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা চাইলে এখনো আগের পুরোনো স্টাইলের সার্চ ফলাফল দেখতে পারবেন। তবে ভবিষ্যতে এই নতুন ‘ওয়েব গাইড’ ফিচারটি ‘Al’ ট্যাবে অন্তর্ভুক্ত হবে।

বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগ্রহী ব্যবহারকারীরা গুগল সার্চ ল্যাবস থেকে এই ফিচারটি চালু করতে পারবেন। গুগল মনে করছে, আগে যেখানে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক একসঙ্গে দেখাত, এখন থিম বা ক্যাটাগরি অনুযায়ী ফলাফল ভাগ করে দেওয়ায় তরুণ ব্যবহারকারীরা অনেক বেশি উপকৃত হবেন। এটি শুধু সময় বাঁচাবে না, বরং ভুল তথ্যের ঝামেলাও কমাবে।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৪ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪৩ বিকেল
মাগরিব ০৬.৪৭ সন্ধ্যা
এশা ০৮:৭ রাত

সোমবার ২৮ জুলাই ২০২৫