সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
বর্তমান সময়ে ফেসবুক শুধু যোগাযোগের মাধ্যম নয়, ব্যক্তিগত জীবন প্রকাশেরও একটি বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। তবে মেয়েরা তুলনামূলকভাবে তাদের প্রোফাইল আরও সুরক্ষিত রাখতে চান। তাই আজকাল দেখা যায় বেশিরভাগ মেয়েই তাদের ফেসবুক প্রোফাইল লক করে রাখেন। কিন্তু কেন তারা এমনটা করেন? এর পেছনে রয়েছে নানা সামাজিক, মানসিক ও নিরাপত্তাজনিত কারণ।
বেশিরভাগ মেয়েরা তাদের ফেসবুক প্রোফাইল লক করে রাখে কয়েকটি মূল কারণে—
১. গোপনীয়তা রক্ষা
মেয়েরা সাধারণত চায় না যে অপরিচিত লোকেরা তাদের ব্যক্তিগত ছবি, তথ্য বা পোস্ট অবাধে দেখতে পারুক। প্রোফাইল লক করলে কেবল বন্ধুদের মধ্যেই সেগুলো সীমাবদ্ধ থাকে।
২. অনলাইন হয়রানি এড়ানো
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অনেক দেশে মেয়েরা প্রায়ই ভুয়া প্রোফাইল, অশালীন ইনবক্স মেসেজ বা ছবি চুরি করে অপব্যবহারের শিকার হয়। প্রোফাইল লক করলে এই ধরনের ঝুঁকি অনেকটা কমে যায়।
৩. পরিবার বা সমাজের চাপে
অনেক সময় পরিবার বা সামাজিক পরিবেশ মেয়েদেরকে সতর্ক থাকতে বলে, যাতে কেউ তাদের ছবি বা পোস্ট নিয়ে সমালোচনা না করতে পারে।
৪. ছবির অপব্যবহার ঠেকানো
প্রোফাইল আনলক থাকলে অন্যরা সহজেই ছবি ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারে। লক করলে অন্তত কিছুটা নিরাপত্তা পাওয়া যায়।
৫. নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা
প্রোফাইল লক মানে—‘আমি চাই না সবাই আমার ব্যক্তিগত জগতে উঁকি দিক।’ এতে মেয়েরা তাদের অনলাইন পরিচয় ও ব্যক্তিগত সীমারেখা (personal boundary) নিয়ন্ত্রণে রাখতে পারে।
তবে সব মেয়ে প্রোফাইল লক করে রাখে না। কেউ কেউ পেশাগত কারণে (যেমন সাংবাদিকতা, ব্যবসা বা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ) তাদের প্রোফাইল খোলা রাখেন।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)