বৃহঃস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ইন্টারনেট ব্যবহারকারীদের বেশিরভাগই ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটান। অ্যাপ ভিত্তিক এই পরিষেবাগুলো ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে।
সদ্য একটি রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশের বেশি মানুষ সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। আর সংখ্যার নিরিখে যেটা গিয়ে দাঁড়ায় ৫ বিলিয়ন তথা ৫০০ কোটির কাছাকাছি। এক গবেষণার পরে এই তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড সংস্থা।
ডিজিটাল অ্যাডভাইজরি ফার্ম কেপিওস তাদের সর্বশেষ একটি প্রতিবেদনে এই পরিসংখ্যান তুলে ধরেছে। এই সমীক্ষার তালিকায় রয়েছে মেটার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক, চিনের উইচ্যাট, টুইটার, মেসেঞ্জার ও টেলিগ্রাম সহ আরও অনেক কিছু। সঙ্গে রয়েছে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবও।
বিশ্বের কোন দেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি সময় কাটায়?
সারা বিশ্বের মানুষ বিনোদনের জন্য এবং দেশ বিদেশের মানুষদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। কিন্তু আপনি কি জানেন, বিশ্বের কোন দেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি সময় কাটায়?
ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিকস অনুসারে, বিশ্বের সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি সক্রিয় ব্যক্তিদের তালিকায় ফিলিপাইনের লোকদের নাম রয়েছে। তারা সাধারণত ৪ ঘন্টা এবং ৬ মিনিটের জন্য এখানে সক্রিয় থাকে।
ভারতীয়রা প্রতিদিন গড়ে ২ ঘন্টা ২৪ মিনিট সময় ব্যয় করে সোশ্যাল মিডিয়ায়। আমেরিকানরা প্রতিদিন প্রায় ২ ঘন্টা ১৪ মিনিট সময় কাটায়।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)