রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২


ক্যানন সাশ্রয়ী দামে হালকা ওজনের পোর্ট্রেট লেন্স আনল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত:১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

পোর্ট্রেট ফটোগ্রাফারদের জন্য সুখবর নিয়ে এসেছে ক্যানন। ব্র্যান্ডটি উন্মোচন করেছে তাদের নতুন পোর্ট্রেট লেন্স। যার মডেল ক্যানন আরএফ ৮৫ এমএম (Canon RF 85mm f/1.4 L VCM)। যা জনপ্রিয় কিন্তু দামী RF 85mm f/1.2 L USM-এর তুলনায় প্রায় অর্ধেক দামে এবং প্রায় অর্ধেক ওজনের বিকল্প হিসেবে বাজারে আসছে।

দাম ও অবস্থান

নতুন লেন্সটির দাম যুক্তরাষ্ট্রে রাখা হয়েছে $1,649, যেখানে 85mm f/1.2 L USM-এর দাম $2,999। যদিও f/1.4 লেন্সে আলো প্রবেশ কিছুটা কম (এক-তৃতীয়াংশ স্টপ), তবে সাশ্রয়ী মূল্যে এটি দাঁড়িয়েছে উচ্চমানের f/1.2 এবং অপেক্ষাকৃত বাজেট-ফ্রেন্ডলি RF 85mm f/2 Macro-এর মাঝামাঝি।

হালকা ওজন ও ডিজাইন

এই লেন্সের অন্যতম বড় সুবিধা হলো ওজন। যেখানে f/1.2 লেন্সের ওজন 1,195 গ্রাম, সেখানে নতুন f/1.4 লেন্সের ওজন মাত্র 636 গ্রাম (1.4 পাউন্ড)। দৈর্ঘ্যে লেন্সটি 99.3 মিমি (3.9 ইঞ্চি)। ফলে এটি দীর্ঘ সময় ব্যবহারেও আরামদায়ক এবং গিম্বালে ব্যবহার করতেও সহজ।

বিল্ড কোয়ালিটি ও অপটিক্যাল বৈশিষ্ট্য

14 এলিমেন্ট, 10 গ্রুপ লেন্স কনফিগারেশন

11-ব্লেড অ্যাপারচার ডিজাইন – মসৃণ বোকে রেন্ডারিং

ASC (Air Sphere Coating) – ফ্লেয়ার ও ঘোস্টিং কমাতে সহায়ক

ফ্লুরিন কোটিং – লেন্সের সামনের অংশে ধুলো ও ফিঙ্গারপ্রিন্ট জমা প্রতিরোধ

ডাস্ট ও স্প্ল্যাশ-রেজিস্ট্যান্ট L-সিরিজ বিল্ড কোয়ালিটি

অটোফোকাস ও হাইব্রিড ফিচার

নতুন লেন্সে ব্যবহার করা হয়েছে ক্যাননের VCM (Voice Coil Motor) অটোফোকাস সিস্টেম, যা শান্ত, দ্রুত এবং ভিডিওগ্রাফির জন্য উপযোগী।

ন্যূনতম ফোকাস দূরত্ব: 29 ইঞ্চি

ম্যাগনিফিকেশন: 0.12x

কম ফোকাস ব্রিদিং – ভিডিও শ্যুটে বড় সুবিধা

এছাড়া লেন্সটির 67mm ফিল্টার থ্রেড রয়েছে, যা একই সিরিজের অন্যান্য VCM প্রাইমের সঙ্গে শেয়ার করা যায়।

প্রাপ্যতা

Canon RF 85mm f/1.4 L VCM সেপ্টেম্বরের শেষের আগে বাজারে আসবে। দাম নির্ধারণ করা হয়েছে:

US: $1,649

UK: £1,799.99

Australia: AU$2,699

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৮ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৪:২১ বিকেল
মাগরিব ০৬.০৮ সন্ধ্যা
এশা ০৭:২১ রাত

রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫