শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১


অবাঞ্ছিত ই-মেইলে ভরে গেছে জিমেইল? আনসাবস্ক্রাইব করার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত:২৮ ডিসেম্বর ২০২৩, ১৩:৩১

ফাইল ছবি

ফাইল ছবি

জিমেইলের ইনবক্স ভরে গিয়েছে গুচ্ছের অপ্রয়োজনীয় মেইলে। প্রতিদিন একের পর এক মেইল এসে জমে ইনবক্সে। এর ফলে ক্রমশ শেষ হতে থাকে স্টোরেজ। আর গুগল প্রতি জিমেইল অ্যাকাউন্ট ১৫ জিবি স্টোরেজই ফ্রি দেয়। তাই সেই ইমেইলগুলো ডিলিট করা অত্যন্ত জরুরি। কিন্তু, এই ইমেইলগুলো ডিলিট করলেও সমস্যা শেষ হবে না।

আবার আসতে শুরু করবে জিমেইল। তাই যে ওয়েবসাইট থেকে মেইল আসছে সেখান থেকে জিমেইল অ্যাকাউন্ট আনসাবস্ক্রাইব করতে হবে। তবে আনসাবস্ক্রাইব দুইভাবে করতে পারবেন - প্রথম ব্যক্তিগত ভাবে, দ্বিতীয় বাল্ক অর্থাৎ একসঙ্গে অনেকগুলো মেইল আনসাবস্ক্রাইব।

প্রথম উপায় -

যে ইমেইল আনসাবস্ক্রাইব করতে চান সেটি ওপেন করুন।
এবার মেইলের একদম নিচে স্ক্রল করুন, এখানে একটি ‘Unsubscribe’ অপশন থাকবে।
সেখানে ক্লিক করতে হবে। তারপর একটি ওয়েব পেজে রি-ডাইরেক্ট হতে পারেন, যেখানে কনফার্ম। অপশনে ট্যাপ করতে হবে।

দ্বিতীয় উপায় -

দ্বিতীয় উপায়ে জিমেইল আনসাবস্ক্রাইব ফিচার ব্যবহার করতে পারেন।
এর জন্য জিমেইল ওপেন করুন।
এবার সার্চ বক্সে গিয়ে টাইপ করুন ‘Unsubscribe’।
এবার সমস্ত স্প্যাম এবং প্রমোশনাল চলে আসবে স্ক্রিনে।
তারপর উপরে থ্রি লাইন ডটে ক্লিক করে ‘Delete All; অপশনে ট্যাপ করতে পারেন।

তবে এক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা উচিত -

যে সমস্ত ইমেইল স্প্যাম বা অপ্রয়োজনীয় মনে হচ্ছে সেগুলো আপনি নিজেকেও পাঠাতে পারেন। পাশাপাশি স্প্যাম ইমেইলগুলো রিপোর্ট করুন। যাতে গুগল সেই সমস্ত মেইল ফিল্টার করতে পারে। আনসাবস্ক্রাইব মেইলের মধ্যে কিন্তু অনেক দরকারি মেইল যেমন ব্যাঙ্ক বা কার্ডের পাসবুক তথ্য থাকতে পারে। এক্ষেত্রে ওই মেইলগুলো বাদে বাকিগুলো সিলেক্ট করতে পারেন।

অপ্রয়োজনীয় মেইল আনসাবস্ক্রাইব করার সুবিধা -

প্রতিদিন এই সমস্ত মেইলের নোটিফিকেশন পাবেন ইউজার।
অপ্রয়োজনীয় মেইল আর গুগলের দেওয়া ১৫ জিবি স্টোরেজে ভাগ বসাবে না।
ভুয়ো স্প্যাম ইমেইল থেকে বাঁচবেন।
পাশাপাশি যে ইমেইলগুলো সত্যি দরকার বা কাজে আসতে পারে তা দ্রুত খুঁজে পাবেন।

জিমেইলের সঙ্গে থাকে প্রচুর পিডিএফ ফাইল, ছবি ইত্যাদি। এগুলি আনসাবস্ক্রাইব করলে আর ফোনের স্টোরেজ শেষ হবে না।

ডিলিট করার পরেও ওই একই ওয়েবসাইট থেকে মেইল আসতে থাকে। আনসাবস্ক্রাইব করে দিলে সেই মেইল আর আসবে না।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১১:৪৫ দুপুর
আছর ০৩:৩৬ বিকেল
মাগরিব ০৫:১৫ সন্ধ্যা
এশা ০৬:৩১ রাত

শুক্রবার ২২ নভেম্বর ২০২৪