শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
হোয়াটসঅ্যাপ খুলে দেখলেন একাধিক মেসেজ 'ডিলিটেড' দেখাচ্ছে। সেন্ডারের কাছে জানতে চাইলে তিনিও জানাচ্ছেন না কিছু। কিন্তু মনের মধ্যে ঘুরতে থাকছে নানা ধরনের প্রশ্ন ৷
স্বাভাবিকভাবেই নিজের চ্যাটে ডিলিটেড মেসেজ লেখা দেখলে মনে প্রশ্ন জাগে যে এমন কি ছিল চ্যাটে যেটা ডিলিট করে দিলেন সেন্ডার ৷ এখন এই প্রশ্নের উত্তর সহজেই পেয়ে যেতে পারেন ৷
চ্যাটিংয়ের জন্য সংস্থা নিত্যদিন নয়া নয়া ফিচার্স নিয়ে আসে ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ৷ হোয়াটসঅ্যাপে কয়েকদিন আগে ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচার্স নিয়ে আসা হয়েছিল ৷ এর ফলে বেশ অনেকটাই সুবিধা হয়েছিল ব্যবহারকারীদের ৷ কারণ কখনও ভুল করে কোনও মেসেজ চলে গেলে ডিলিট ফর এভরিওয়ান করতেই সমস্ত চ্যাট গায়েব হয়ে যেত ৷
এখন ডিলিট হওয়া মেসেজ সহজেই পড়তে পারবেন ৷ অ্যান্ড্রয়ড ব্যবহারকারীদের এর জন্য থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে ৷
গুগল প্লে স্টোরে ডিলিটেড মেসেজ পড়ার জন্য একাধিক থার্ড পার্টি অ্যাপ রয়েছে ৷ এর মধ্যে রয়েছে WAMR ও WhatsRemoved+ ৷
এই অ্যাপ ডাউনলোড করে কয়েকটি Permission দিতে হবে ৷ ‘Delete for Everyone’ করা সমস্ত মেসেজ এই অ্যাপে সেভ হয়ে যাবে ৷
ডিলিটেড মেসেজ এই অ্যাপে সেভ হয়ে যাবে ৷ ডিলিট হওয়ার পরও এই অ্যাপে আপনি মেসেজ পড়তে পারবেন ৷ আইওএস বা আইফোনে থার্ড পার্টি অ্যাপে মেসেজ সেভ হওয়া এই সুবিধা পাওয়া যায় না ৷
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)