বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১


ফাঁকা সৈকত, বিশেষ ছাড়েও নেই পর্যটক

কক্সবাজার থেকে

প্রকাশিত:৪ মার্চ ২০২৫, ১৫:৫৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সমুদ্র শহর কক্সবাজার এখন অনেকটাই পর্যটক শূন্য। পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজারে পর্যটক না আসায় সৈকতের চারদিকে সুনসান নীরবতা বিরাজ করছে। সৈকতের চিরচেনা সেই দৃশ্য যেন পাল্টে গেল।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে সৈকতের সুগন্ধা, লাবনী, সীগাল ও কলাতলী পয়েন্টে দেখা গেল এ রকম নিরব-নিস্তব্ধতা। পর্যটক না থাকায় সৈকতের শামুক-ঝিনুকসহ সব দোকানপাটও বন্ধ।

হোটেল ব্যবসায়ীরা বলছেন, রোজার সময় কিছুসংখ্যক পর্যটক কক্সবাজার ভ্রমণে আসেন। অনেকের কক্সবাজার ভ্রমণের ইচ্ছা থাকলেও অতিরিক্ত খরচের কারণে বছরের অন্য সময় ভ্রমণে আসার সুযোগ হয় না। বিষয়টি বিবেচনায় রেখে পুরো রমজানে শহরের প্রায় হোটেল-মোটেলে কক্ষ ভাড়ার বিপরীতে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। শহরের হোটেল-মোটেল জোনের কয়েকটি হোটেল ঘুরে দেখা গেছে, বেশির ভাগ কক্ষই ফাঁকা পড়ে আছে। কোনো কোনো হোটেল পুরোপুরি ফাঁকা। আবার ছোটখাটো কয়েকটি হোটেলের মূল ফটকে তালাও ঝুলতে দেখা গেছে। এদিকে সৈকত ও শহর এলাকার অধিকাংশ রেস্তোরাঁ বন্ধ রাখা হয়েছে। তবে বিকেলের দিকে রেস্তোরাঁগুলোয় ইফতারসামগ্রীর পসরা বসছে।

কক্সবাজার তারকা মানের হোটেল স্বপ্নীল সিন্ধু রিসিপশনে দায়িত্বে থাকা শরিফ আদনান বলেন, এই মুহূর্তে আমাদের হোটেল অনেকটা ফাঁকা। তবে সনাতন ধর্মাবলম্বী কিছু লোক ভ্রমণে এসেছেন। আমরা পর্যটক টানতে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছি। ঈদের পরে পর্যটক সমাগম বাড়বে।

সুইট হোম রিসোর্টের ম্যানেজার কলিম বলেন, রোজার সময় অল্প কিছুসংখ্যক পর্যটক কক্সবাজার ভ্রমণে আসেন। অনেকের কক্সবাজার ভ্রমণের ইচ্ছা থাকলেও অতিরিক্ত খরচের কারণে বছরের অন্য সময়ে ভ্রমণে আসার সুযোগ হয় না। এমন কিছু পর্যটক এসেছেন। আমরা ৬০-৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছি।

রাসেল নামে এক রেস্তোরাঁ শ্রমিক বলেন, আমাদের রেস্তোরাঁ এখন বন্ধ আছে। তাই মালিক আমাদের বেতন বন্ধ করে দিয়েছে। এ অবস্থায় একটু চিন্তিত আছি।

কক্সবাজার হোটেল-গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, রমজানে পর্যটক টানতে হোটেল-মোটেল-রিসোর্টে বিশেষ ছাড় চলছে। তবে এই মুহূর্তে পর্যটক শূন্য।

টুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিওনের সুপার আপেল মাহমুদ বলেন, রমজানে সাধারণত পর্যটক খুব কম থাকে। যে সংখ্যক পর্যটক আসেন তাদের নিরাপত্তায় পর্যটক এলাকায় টুরিস্ট পুলিশ সবসময়ই তৎপর আছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩৭ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩০ বিকেল
মাগরিব ০৬:১৪ সন্ধ্যা
এশা ০৭:২৯ রাত

বুধবার ২ এপ্রিল ২০২৫