শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
রাজধানীর এলিফ্যান্ট রোডে মাইক্রোবাসের ধাক্কায় মোহাম্মদ ইউসুফ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আইয়ুব আলী জানান, আমার দুই ছেলে এক মেয়ের মধ্যে সে ছিল সবার ছোট। আমার মধ্যবিত্তের পরিবার। দুইটা কিকশা আছে ভাড়া দেই আর এই ছেলে যা বেতন পায় তা দিয়েই সংসার চলে আমার। আমার মেয়েটারে ধানমন্ডির একটি কলেজে লেখাপড়া করাইতাছি। গতকাল রাতে দোকানে বেতন আনতে গিয়েছিল সে। পথে এলিফ্যান্ট রোডে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক জানায় আমার ছেলে আর বেঁচে নেই।
তিনি আরও বলেন, আমাদের বাড়ি ঝালকাঠির নলছিটি থানার ক্ষিরকাঠি গ্রামে। বর্তমানে হাজারীবাগের গজমহল রোডে ভাড়া থাকে। তিনি এলিফ্যান্ট রোডে একটি জুতার দোকানের কর্মচারী ছিল।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)