বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


গাবতলীতে সড়ক অবরোধ করে পরিচ্ছন্নকর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৪ মার্চ ২০২৪, ১০:২৬

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

রাজধানীর গাবতলীতে সড়ক দুর্ঘটনায় আয়েশা আক্তার নামের সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নকর্মী নিহত হয়েছেন। এর প্রতিবাদে সিটি কলোনি সংলগ্ন গাবতলীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা।

জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর পাঁচটার দিকে সিটি কলোনির সামনে ৫০ বছর বয়সী আয়েশা আক্তার গাড়ির ধাক্কায় মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সড়কেই অবস্থান করছিল। স্থানীয়দের বিক্ষোভের কারণে গুরুত্বপূর্ণ ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামীরা।

দারুস সালাম থানার ডিউটি অফিসার এসআই মনির হোসেন বলেন, সিনিয়র স্যারেরা ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি এখনো শান্ত হয়নি। বিক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ সদস্যরা চেষ্টা করছেন।

এদিকে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কটিতে মানুষের বিক্ষোভের কারণে অফিসগামী ও ঢাকামুখী মানুষ বিড়ম্বনায় পড়েছেন। অনেকে গাড়ি থেকে নেমে ব্যাগ হাতে ও মাথায় নিয়েই গন্তব্যস্থলে যাচ্ছেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩০ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০২ সন্ধ্যা
এশা ০৭:১৫ রাত

বৃহঃস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪