বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১


বিষাক্ত গ্যাস লিক, আদাবরে সিআইডির ক্রাইমসিন ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১১ জুন ২০২৪, ১৪:২২

ছবি সংগৃহিত

ছবি সংগৃহিত

রাজধানীর আদাবর থানার বেড়িবাঁধ এলাকায় ভাঙারির দোকানে পুরোনো গ্যাস সিলিন্ডার ভাঙার সময় বিষাক্ত গ্যাসে একজন নিহত ও অন্তত ১৫ জন অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছেছে।

মঙ্গলবার (১১ জুন) দুপুর সোয়া ১টার দিকে সিআইডির ক্রাইমসিন ইউনিট এসে পৌঁছায়।

সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনা স্থলে এসে তাদের কার্যক্রম শুরু করেছেন এবং আলামত সংগ্রহ করছেন। তবে এ বিষয়ে সিআইডির ক্রাইমসিন ইউনিটের এখনো সাংবাদিকদের সাথে কেউ কথা বলেননি।

এর আগে, ভোর রাতে কালুর ভাঙারির দোকানে গ্যাস সিলিন্ডার থেকে নির্গত গ্যাস আশপাশে থাকা বস্তিতে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিতে যান। এদের মধ্যে কবির হোসেন নামে একজন মারা যায়।

বাকি ১৪ জনের মধ্যে ৯ জন চিকিৎসা নিয়ে চলে যান। পাঁচজন এখনো চিকিৎসাধীন আছেন হাসপাতালে। ঘটনার পর থেকে ভাঙারি দোকানদার কালু পলাতক রয়েছেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদেদের জন্য ভাঙারির দোকান মালিক কালুর ছেলে শান্তকে আটক করেছে পুলিশ।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৩০ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬:০২ সন্ধ্যা
এশা ০৭:১৫ রাত

বৃহঃস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪