সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২


কক্সবাজারে মহাসড়কে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

জেলা সংবাদদাতা, কক্সবাজার

প্রকাশিত:২০ জুলাই ২০২৫, ০২:৪৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে চকরিয়া হারবাং এলাকায় তারা এই বিক্ষোভ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জের ঘটনার প্রেক্ষিতে সারা দেশে হরতাল ঘোষণার কথা জানায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের তিনটি সহযোগী সংগঠন। সেই ধারাবাহিকতায় চকরিয়ায় সড়কে টায়ার জ্বালিয়ে তারা এই বিক্ষোভ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে চকরিয়া পৌরসভা যুবলীগের নেতা এনামুল হক ওরফে মঞ্জু, পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল মাহমুদ, ছাত্রলীগের কর্মী মো. সুমন, মো. ছোটন ও মো. বাপ্পির নাম পাওয়া গেছে। এদের মধ্যে এনামুল হক নিজেই তার ফেসবুকে বিক্ষোভের ভিডিও পোস্ট করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করার চেষ্টা করে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যান। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৫:২৩ - ৬:৩৮ ভোর
যোহর ১২:০৭ - ৩:৪৪ দুপুর
আছর ৩:৫৪ - ৫:২৬ বিকেল
মাগরিব ৫:৩১ - ৬:৪৫ সন্ধ্যা
এশা ৬:৫০ - ৫:১৮ রাত

সোমবার ১২ জানুয়ারী ২০২৬