রবিবার, ৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১


বিজিএমইএ নির্বাচন ২৮ মে

অর্থনৈতিক প্রতিবেদক

প্রকাশিত:৮ মার্চ ২০২৫, ১৭:৩০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ মে সংগঠনটির ৩৫টি পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (৮ মার্চ) বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন উপলক্ষে সদস্যদের বকেয়া চাঁদা পরিশোধের সর্বশেষ তারিখ ২৯ মার্চ। ভোটার নমিনেশন দাখিলের সর্বশেষ তারিখ ৬ এপ্রিল। পরিচালক পদের প্রার্থীরা ২৪ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ তারিখ ৬ মে।

বিজিএমইএ-এর সম্মানিত সদস্যগণকে নির্বাচন ২০২৫-২০২৭ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নির্বাচনী বোর্ডের সচিব (পরিচালক, তথ্য, রপ্তানি উন্নয়ন ব্যুরো) মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার বিজিএমইএসহ বিভিন্ন ট্রেড বডি ভেঙে দেয় এবং সেখানে প্রশাসক বসায়।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:৫৮ ভোর
যোহর ১২:১০ দুপুর
আছর ০৪:২৬ বিকেল
মাগরিব ০৬:০৬ সন্ধ্যা
এশা ০৭:২০ রাত

রবিবার ৯ মার্চ ২০২৫