মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২


৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,বুয়েট

প্রকাশিত:২৬ আগষ্ট ২০২৫, ১১:১৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সহপাঠীর ওপর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। গতকাল সোমবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে তারা প্রথমে শাহবাগে জড়ো হন।

পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এসময় শিক্ষার্থীরা প্রায় তিন ঘণ্টা অবস্থান কর্মসূচি চালান।

বিক্ষোভকারীরা হামলাকারীদের বিরুদ্ধে ১২ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আল্টিমেটামসহ ৩ দফা দাবি উত্থাপন করেন। পরে, শিক্ষার্থীদের ৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করে তাদেরকে ক্যাম্পাসে ফেরত পাঠায় পুলিশ।

রমনা থানার ওসি গোলাম ফারুক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, রাতের বেলা কারও সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে যায়। আমার দায়িত্ব জনপ্রশাসন সচিবের সঙ্গে আপনাদের একটা টেবিলে বসার ব্যবস্থা করে দেওয়া।

বুয়েট শিক্ষার্থীদের ৩ দাবি হলো—

১. ৯ম গ্রেডে ৩৩ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য। সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে এই পদে নিয়োগ দিতে হবে।

২.১০ম গ্রেডে ১০০ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জন্য, তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে।

৩. বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। যদি এই পদবি ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

ডিএম/রিয়া

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২০ ভোর
যোহর ১২:০১ দুপুর
আছর ০৪:৩৩ বিকেল
মাগরিব ০৬.২৬ সন্ধ্যা
এশা ০৭:৪১ রাত

মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫