রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২


আজ থেকে চাকসুর মনোনয়নপত্র বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি

প্রকাশিত:১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হচ্ছে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে।

মনোনয়নপত্র সংগ্রহের সময় চাকসুর আচরণবিধিমালা অনুযায়ী প্রার্থীদের কিছু নির্দেশনা মেনে চলতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এতে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

এ বিষয়ে চাকসুর প্রধান নির্বাচন কমিশার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আজ সকাল সাড়ে ৯টা থেকে চাকসু নির্বাচন কমিশনের অফিসে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আগামীকাল থেকে মনোনয়নপত্র জমাদানের কার্যক্রম শুরু হবে। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ডোপটেস্ট পজিটিভ হলে কেউ প্রার্থী হতে পারবে না।

তিনি আরও বলে, মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখের মধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। সময় বাড়ানোর সুযোগ রাখছি না আমরা। আমরা স্বচ্ছ একটি নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি নিয়ে কাজ করছি। সুন্দর একটি নির্বাচন আয়োজন করতে পারব বলে আশা রাখছি। আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে হল সংসদের মনোনয়নপত্রের ফি নির্ধারণ করেছি ২০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদ এর ফি নির্ধারণ করেছি ৩০০ টাকা।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৮ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৪:২১ বিকেল
মাগরিব ০৬.০৮ সন্ধ্যা
এশা ০৭:২১ রাত

রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫